ট্রাম্পের টিমে আরেক ভারতীয় বংশোদ্ভূত কে এই নারী?
যুক্তরাষ্ট্রের বিশিষ্ট মানবাধিকার বিষয়ক আইনজীবী হারমিত কে ধিলোঁকে ট্রাম্পের মানবাধিকার সংক্রান্ত সহকারী অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত এই আইনজীবী যুক্তরাষ্ট্রে বহু বিখ্যাত মামলা পরিচালনা করেছেন।
আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দলে হারমিত ধিলোঁর যোগদান বিশেষভাবে ঐতিহাসিক। কারণ মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের উত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার কর্মজীবন প্রমাণ করে যে, ভারতীয় বংশোদ্ভূত নাগরিকেরা যুক্তরাষ্ট্রের আইনি ও রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ধিলোঁর যোগদানের মাধ্যমে ট্রাম্পের টিমে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সংখ্যা এখন চারজনে দাঁড়িয়েছে , যা ভারতীয় কমিউনিটির প্রতি ট্রাম্পের আস্থার প্রতীক।
এটি ট্রাম্পের রাজনৈতিক ও আইনি টিমে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। ট্রাম্প প্রশাসনের সময়কালে ভারতীয় বংশোদ্ভূত বহু ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার ধিলোঁকে অন্তর্ভুক্ত করা হলো।
আশা করা হচ্ছে, ধিলোঁর এ নিয়োগের মাধ্যমে ট্রাম্পের মানবাধিকার সম্পর্কিত নীতি ও পদক্ষেপ আরও দৃঢ় হতে পারে। যুক্তরাষ্ট্রে বিশেষভাবে নাগরিক অধিকার, বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আইনজীবী ধিলোঁর পথচলা বেশ স্মরণীয়
হারমিত কে ধিলোঁ একাধারে প্রতিষ্ঠাতা, আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে খ্যাতি লাভ করেছেন।
তিনি ‘ধিলোঁ ল গ্রুপ’ এবং ‘সেন্টার ফর আমেরিকান লিবার্টি’ নামে দুটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন। যা যুক্তরাষ্ট্রে সাংবিধানিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা রক্ষা নিশ্চিতে কাজ করছে।
ধিলোঁ ব্যক্তিগতভাবে বিশেষ করে দেশীয় নাগরিক অধিকার ও আইনি সুরক্ষার বিষয়ে গভীর আগ্রহী। তিনি প্রায়ই সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন।
তিনি একজন সৃজনশীল আইনি চিন্তাবিদ এবং দক্ষ আইনজীবী হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তার অধীনে ‘ধিলোঁ ল গ্রুপ’ একাধিক উচ্চ-প্রোফাইল কোর্ট কেসে সফলভাবে পেশাগত কৌশল প্রয়োগ করেছে, বিশেষ করে মার্কিন সংবিধানের অধিকার এবং নাগরিক স্বাধীনতা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায়।
তাছাড়া সেন্টার ফর আমেরিকান লিবার্টির মাধ্যমে তিনি নাগরিক অধিকার এবং বর্ণবাদবিরোধী লড়াইয়ের বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।