USA
ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) জানান নতুন প্রেসিডেন্ট।
আরএফকে জুনিয়র নামে পরিচিত কেনেডি অতীতে এমন কিছু স্বাস্থ্য তথ্য ছড়িয়েছেন, যেগুলোকে বিজ্ঞানীরা ভুল বলে উল্লেখ করেন।
সিনেট কেনেডির মনোনয়ন অনুমোদন করলে তিনি খাদ্য নিরাপত্তা, চিকিৎসা গবেষণা ও জনকল্যাণমূলক কর্মসূচিরগুলোর ওপর নজরদারি করা একটি বিশাল সংস্থার নেতৃত্ব দেবেন।
ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি উত্তর ডাকোটার গভর্নর ডগ বার্গামকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে চান। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বার্গামের মনোনয়ন ঘোষণা করবেন বলে জানান ট্রাম্প।
ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পেরে তিনি ‘রোমাঞ্চিত’। অবশ্য আগে থেকেই গুঞ্জন ছিল, ট্রাম্প তার সাবেক প্রতিদ্বন্দ্বীকে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক পদ দেবেন।