দ্বিতীয় স্পেসওয়াক করবেন শেনচৌ-১৮ মহাকাশযানের ক্রুরা
চীনের শেনচৌ-১৮ মহাকাশযানের ক্রুরা থিয়ানকং মহাকাশ স্টেশনে দ্বিতীয় স্পেসওয়াকের (এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি) প্রস্তুতি নিচ্ছেন।
স্পেসওয়াক হলো নভোচারীরা মহাকাশযান থেকে বেরিয়ে মেরামত, পরীক্ষা-নিরীক্ষা কিংবা নতুন সরঞ্জাম স্থাপনসহ বিভিন্ন ধরনের কাজ করেন।
মহাকাশে পৌঁছানোর পর গত দুই মাস ধরে চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ব্যস্ত সময় পার করছেন শেনচৌ-১৮ মহাকাশযানের নভোচারী ইয়ে কুয়াংফু, লি ছং এবং লি কুয়াংসু। তারা ইতোমধ্যেই ছয় মাসের মিশনের এক-তৃতীয়াংশ সম্পূর্ণ করেছেন। তাদের শারীরিকভাবে সুস্থ এবং স্থিতিশীল রয়েছে।
স্পেসওয়াককে সামনে রেখে গত সপ্তাহে ক্রুদের কার্ডিওপালমোনারি ফাংশন পরীক্ষা করা হয়েছে। মহাকাশে হাঁটার জন্য নভোচারীদের হৃদযন্ত্র এবং শ্বাসযন্ত্র সক্ষম কি-না তা এই পরীক্ষাগুলোর মাধ্যমে বোঝা যায়।
স্পেসওয়াকের প্রস্তুতি হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করছেন নভোচারীরা। এসব প্রশিক্ষণের মধ্যে ছিল ইন-অরবিট এবং মেটাকগনিটিভ ট্রেনিং, ম্যানুয়াল ডকিং, রিমোট ডকিং এবং নিরাপদে মহাকাশযানের আনডকিং।
এর আগে গত ২৮ মে প্রথম স্পেসওয়াক সম্পন্ন করেন শেনচৌ-১৮ এর ক্রুরা। চীনের ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছিল, প্রথম স্পেসওয়াকটি ছিল চীনা নভোচারীদের সবচেয়ে দীর্ঘ সময় একক স্পেসওয়াক।
প্রথম স্পেসওয়াকে স্টেশনের সরঞ্জাম পরীক্ষা ও মেরামত, স্টেশনের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণ, স্টেশনের বাইরে নতুন সরঞ্জাম ইন্সটল এবং মহাকাশে নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করেন তারা।
শেনচৌ-১৮ চীনের ১৩তম মানববাহী মহাকাশ মিশন, যা এপ্রিল মাসের ২৫ তারিখ তিনজন নভোচারী নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। এই তিনজন নভোচারী চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ছয় মাস অবস্থান করবেন।