International

নির্বাচনে প্রবাব বিস্তারের চেষ্টা করছেন ইলন মাস্ক, জার্মান সরকারের অভিযোগ

মার্কিন ধনকুবের ইলন মাস্ক অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলকে সমর্থন দিয়ে ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। স্থানীয় সময় সোমবার (৩০ ডিসেম্বর) এমনটাই অভিযোগ তুলেছে জার্মান সরকার।

ইলন মাস্ক ‘ওয়েল্ট আম সনটাগ’ সংবাদপত্রের একটি মতামতে অল্টারনেটিভ ফর জার্মানিকে দেশটির ‘শেষ আশা’ হিসাবে বর্ণনা করেছিলেন। সম্প্রতি মাস্কের মতামত প্রকাশ করায় ওই পত্রিকার এক সম্পাদক পদত্যাগও করেন।

জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, ইলন মাস্ক এক্স পোস্ট ও মতামত দিয়ে ফেডারেল নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

যদিও ‘উল্লেখযোগ্য বিনিয়োগের’ কারণে জার্মানির রাজনীতিতে প্রভাব রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের।

চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে ভোটের প্রস্তুতি নিচ্ছে জার্মানরা। গত ২০ ডিসেম্বর ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে পাঁচজন নিহত হওয়ার পর ইলন মাস্ক শোলজের পদত্যাগের দাবিও জানিয়েছিলেন।

অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি বর্তমানে জনমত জরিপে দেশটিতে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া আরেকটি ডানপন্থী রক্ষণশীল দল জরিপে শীর্ষে রয়েছে। ক্ষমতায় থাকা মধ্য-ডান বা মধ্য-বাম সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনে ব্যর্থ হতে পারে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button