International

পশ্চিমবঙ্গে বাকি ২১ আসনের জরিপেও তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস: লোকসভা নির্বাচন

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে দ্বিতীয় দফায় আরও ২১টি আসনের জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবিপি-সি ভোটার পরিচালিত ওই জনমত জরিপ বলছে, এ আসনগুলোতেও তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ২১টি আসনের মধ্যে ১০টি করে আসনে জিততে পারে বিজেপি ও তৃণমূল। একটি আসন জুটবে কংগ্রেসের থলিতে।

এর আগে প্রথম দফায় প্রকাশিত ২১ আসনের জনমত জরিপের ফলাফলেও একই ধরনের আভাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, বিজেপি ও তৃণমূল কংগ্রেস ১০টি করে আসন পেতে পারে। একটি যেতে পারে কংগ্রেসের ঝুলিতে।

সব মিলিয়ে জনমত জরিপের আভাস বলছে, পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টি করে আসনে জিতবে তৃণমূল ও বিজেপি। আর রাজ্যে কংগ্রেস জিততে পারে মাত্র ২টি আসনে। বাম দলের আসন শূন্যই থাকছে।

২০১৯ সালে সর্বশেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২২টি, বিজেপি জিতেছিল ১৮টি আর কংগ্রেস জিতেছিল ২টি আসন। এবারের জরিপের ফলাফলে দেখা যায়, কার্যত আগেরবারের চেয়ে তৃণমূলের ২টি আসন কমছে আর বিজেপির ২টি আসন বাড়ছে।

তবে সমীক্ষায় এ কথাও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের ৪২ আসনের ফলাফল নিয়ে একটি জনমত জরিপ চালায় সি-ভোটার। রাজ্যের ১ লাখ ১১ হাজার ২৫৬ জন ভোটারের মধ্যে এ জরিপ চালানো হয়। তাঁদের সঙ্গে কথা বলে সি-ভোটার এই প্রতিবেদন তৈরি করেছে।

গত বৃহস্পতিবার ৪২ আসনের অর্ধেক অর্থাৎ ২১ আসনের জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়। আর গতকাল শুক্রবার রাতে বাকি ২১ আসনের ফলাফল প্রকাশ হয়।
গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২১ আসনের মধ্যে কংগ্রেসের মালদহ দক্ষিণের প্রার্থী ঈশা খান চৌধুরী একটি আসনে জিততে পারেন। আর বৃহস্পতিবার প্রথম দফায়ও ইঙ্গিত দেওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও বিদায়ী কংগ্রেস সংসদ সদস্য অধীর চৌধুরীও জিততে পারেন বহরমপুর আসনে।

এই ২১ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের যে ১০ জনের জেতার সম্ভাবনা আছে, তাঁরা হলেন কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, জয়নগরে প্রতিমা মণ্ডল, মেদিনীপুরের ঘাটাল আসনে অভিনেতা দেব, মুর্শিদাবাদে আবু তাহের খান, আসানসোলে বলিউড তারকা শত্রুঘ্নœসিনহা, জঙ্গিপুরে খলিলুর রহমান, উলবেড়িয়ায় সাজদা আহমেদ, যাদবপুরে অভিনেত্রী সায়নী ঘোষ, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার এবং বীরভূমে অভিনেত্রী শতাব্দী রায়।

যে আসনগুলোয় বিজেপির জেতার সম্ভাবনা আছে, সেগুলো হলো আলিপুরদুয়ার আসনে মনোজ টিগ্গা, ঝাড়গ্রামে প্রণত টুডু, রানাঘাটে জগন্নাথ সরকার, বাঁকুড়ায় সুভাষ সরকার, ব্যারাকপুরে অর্জুন সিং, বনগাঁয় শান্তনু ঠাকুর, কাঁথি আসনে সৌমেন্দু অধিকারী, কোচবিহারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ এবং আরামবাগে অরূপকান্তি দিগার।

এর আগে প্রথম দফায় প্রকাশিত ২১ আসনের জনমত জরিপের ফলাফলে তৃণমূল কংগ্রেসের যেসব প্রার্থীর জেতার আভাস দেওয়া হয়েছে, তাঁরা হলেন কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়, কৃষ্ণনগর আসনের মহুয়া মৈত্র, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বোলপুরে অসিত মাল, বর্ধমান পূর্বে শর্মিলা সরকার, বসিরহাট আসনে হাজি নুরুল ইসলাম, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দমদমে সৌগত রায়, হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মথুরাপুরে বাপি হালদার। তবে ডায়মন্ড হারবার আসনে এখনো বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবু তৃণমূলকে আগাম জয়ের তালিকায় রেখেছে সি-ভোটার।

অন্যদিকে ওই ২১ আসনে বিজেপির জেতার সম্ভাবনা দার্জিলিংয়ে রাজু বিস্তা, হুগলি আসনে লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, রায়গঞ্জে কার্তিক পাল, বালুরঘাটে সুকান্ত মজুমদার, মালদহ উত্তরে খগেন মুর্মু, জলপাইগুড়িতে জয়ন্ত রায়, বর্ধমান-দুর্গাপুর আসনে দিলীপ ঘোষ, তমলুকে সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মেদিনীপুরে বিজেপির নারীনেত্রী অগ্নিমিত্রা পাল।

জরিপ অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪২ আসনের প্রার্থীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের যেসব তারকা প্রার্থী পরাজিত হতে পারেন, তাঁরা হলেন হুগলিতে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুরে অভিনেত্রী জুন মালিয়া, বর্ধমান-দুর্গাপুর আসনে সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ, মালদহ উত্তরে সাবেক পুলিশ কর্মকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়, বালুরঘাটে রাজনৈতিক নেতা বিপ্লব মিত্র, বহরমপুরে সাবেক প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান, ব্যারাকপুরে মন্ত্রী পার্থ ভৌমিক উল্লেখযোগ্য।

বিজেপির যেসব তারকা প্রার্থী পরাজিত হতে পারেন, তাঁরা হলেন বসিরহাটে সন্দেশখালী আন্দোলনের নারী নেত্রী রেখা পাত্র, কলকাতা দক্ষিণে সাবেক মন্ত্রী দেবশ্রী চৌধুরী, কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়, দমদমে রাজনৈতিক নেতা শীলভদ্র দত্ত, বর্ধমান পূর্বে প্রখ্যাত লোকসংগীতশিল্পী অসীম সরকার, কলকাতা উত্তরে তাপস রায়, ঘাটালে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

কংগ্রেসের সম্ভাব্য পরাজিত প্রার্থীর তালিকায় আছেন কলকাতা উত্তরে প্রদীপ ভট্টাচার্য, রায়গঞ্জে আলী ইমরাজ রামজ, জঙ্গিপুরে মহম্মদ মুর্তজা হোসেন ও পুরুলিয়ায় নেপাল মাহাতো।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button