Science & Tech

পৃথিবীর কক্ষপথে প্রথম রকেট পাঠাচ্ছে জেফ বেজোসের ব্লু অরিজিন

ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নতুন রকেট শিগগিরই পৃথিবীর কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করবে। ‘নিউ গ্লেন’ নামের রকেটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হবে। এর আগে ব্লু অরিজিন আকারে ছোট নিউ শেপার্ড রকেটের মাধ্যমে কক্ষপথের কাছাকাছি বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। নতুন এ উদ্যোগ সফল হলে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের সঙ্গে বাণিজ্যিক মহাকাশ অভিযান নিয়ে প্রতিযোগিতা করতে পারবে ব্লু অরিজিন।

ব্লু অরিজিনের তথ্যমতে, নিউ গ্লেন একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট। রকেটটি সমুদ্রে থাকা বিশেষ ধরনের জাহাজের ওপর উল্লম্বভাবে অবতরণ করতে সক্ষম। এ বিষয়ে ব্লু অরিজিনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ লিম্প বলেন, ‘রকেটটিকে আমরা “সো ইউ আর টেলিং মি দেয়ার ইজ আ চান্স” নামে ডাকছি। পুনরায় ব্যবহারযোগ্য এই রকেট অবতরণের চ্যালেঞ্জকে জয় করবে।’

নিউ গ্লেন রকেটটি লম্বায় ৩২০ ফুট। আকারে বড় ও ভারী মালামাল মহাকাশে বহন করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে রকেটটি। অভিযানের সময় রকেটটি ‘ব্লু রিং’ নামের একটি মহাকাশযান মহাকাশে নিয়ে যাবে। তরল প্রাকৃতিক গ্যাসে চলায় রকেটটি মহাকাশ অভিযানের খরচ কমিয়ে আনতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে মহাকাশ অভিযানে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে ইলন মাস্কের স্পেসএক্স।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button