ফেব্রুয়ারিতে দেখা যাবে বিরল গ্রহমেলা
আগামী ফেব্রুয়ারিতে রাতের আকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে পারবেন জ্যোতির্বিজ্ঞানীরা এবং সৌন্দর্যপ্রেমীরা। বিজ্ঞানীরা এই ঘটনাটিকে ‘বিরল গ্রহীয় সমাপতন’ হিসেবে অভিহিত করেছেন। ২৮ ফেব্রুয়ারি পৃথিবীর আকাশে সাতটি গ্রহ—শনি, বুধ, নেপচুন, শুক্র, ইউরেনাস, বৃহস্পতি এবং মঙ্গল—একত্রে একটি সরল রেখায় সাজানো থাকবে।
এ ধরনের ঘটনা সাধারণত খুবই বিরল। যদিও কিছু গ্রহ একই সময়ে সূর্যের এক পাশ দিয়ে সাজানো হতে দেখা যায়, সাতটি গ্রহের এই ধরনের সম্মিলন প্রায় অসম্ভব। বিজ্ঞানীদের মতে, পাঁচ বা ছয়টি গ্রহের মিলন তুলনামূলকভাবে বেশি দেখা গেলেও সাতটি গ্রহের একত্রে উপস্থিতি এক বিরল দৃশ্য।
অনেকে মনে করেন, গ্রহগুলো এক সরলরেখায় দেখা যাবে। তবে বাস্তবে, সূর্যের চারপাশে গ্রহগুলো ভিন্ন কক্ষপথে ঘোরার কারণে এরা পুরোপুরি একটি সরল রেখায় আসে না। বরং আকাশে এদের অবস্থান এমনভাবে সাজানো থাকবে যে, এটি একটি ‘ইক্লিপ্টিক’ রেখার মতো দেখাবে। ইক্লিপ্টিক হলো সূর্যের চারপাশে গ্রহগুলোর কক্ষপথের সমতল। নাসার মতে, এই ইক্লিপ্টিক রেখা থেকেই গ্রহগুলোকে একসঙ্গে দেখা সম্ভব হবে।
গ্রহমেলার সৌন্দর্য উপভোগ করতে চাইলে শহরের আলো থেকে দূরে কোনো খোলা জায়গা বা পাহাড়ে অবস্থান নিন। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখে আপনি শনি, বুধ, শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল দেখতে পারবেন। তবে নেপচুন এবং ইউরেনাস দেখতে টেলিস্কোপ প্রয়োজন হতে পারে।
জানুয়ারিতে কোয়াড্রান্টিড উল্কাপাত রাতের আকাশে এক অনন্য সৌন্দর্য এনেছিল। তবে ফেব্রুয়ারি মাসটি আরও বিশেষ হয়ে উঠবে এই বিরল গ্রহমেলার কারণে। তাই আকাশের এই মহাজাগতিক প্রদর্শনী উপভোগ করতে প্রস্তুতি নিন।
এই মহাজাগতিক দৃশ্য আপনাকে যেমন সৌন্দর্যের আনন্দ দেবে, তেমনি এটি মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহও বাড়াবে। এমন বিরল দৃশ্য প্রতিদিন দেখা যায় না, তাই সুযোগটি হাতছাড়া করবেন না।