বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হতে পারে না: চীন
মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের একটি বিশেষ কমিটি এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের উচিত চীনের ‘দালাল হওয়া থেকে বিরত থেকে’, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করা।
এ প্রসঙ্গে বুধবার নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, এ কমিটির মূল কাজই হলো চীনের বিরুদ্ধে অভিযোগ তোলা ও সমালোচনা করা। উক্ত প্রতিবেদন কুসংস্কার ও শত্রুতায পূর্ণ।
মুখপাত্র বলেন, প্রতিবেদনের ভাষ্যই প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের কেউ কেউ চীন-মার্কিন অর্থনৈতিক, বাণিজ্যিক ও বৈজ্ঞানিক সম্পর্ককে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, বেইজিং যার তীব্র বিরোধিতা করে।
মাও নিং আরও বলেন, বাণিজ্যযুদ্ধ বা শুল্কযুদ্ধে কেউ জয়ী হতে পারে না। সংরক্ষণবাদ স্বাভাবিক বাণিজ্য, বিনিময়, ও সরবরাহ-চেইনের স্থিতিশীলতা নষ্ট করে। এ ধরনের আচরণ কোনো পক্ষের স্বার্থ রক্ষা করতে পারে না। যুক্তরাষ্ট্রের উচিত বাজার অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম মেনে চলা এবং দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতার জন্য ভালো পরিবেশ সৃষ্টি করা।