বিভিন্ন গ্রহের কক্ষপথ আলাদা কেন
আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহ সূর্যকে বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করে থাকে। বিজ্ঞানীরা দাবি করেছেন, অতীতে আমাদের সৌরজগতে অনেক বড় আন্তনাক্ষত্রিক বস্তুর প্রবেশের কারণে বিভিন্ন গ্রহের কক্ষপথ নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে। সেই মহাজাগতিক আন্তনাক্ষত্রিক বস্তু বৃহস্পতি গ্রহের ভরের আট গুণ ছিল। এখন মঙ্গল গ্রহ যেখানে প্রদক্ষিণ করছে, তার খুব কাছাকাছি অবস্থান করেছিল সেই বস্তু, যা বৃহস্পতি, শনি, ইউরেনাসের কক্ষপথকে প্রভাবিত করেছে। আর্কাইভ প্রিপ্রিন্ট ডেটাবেজ প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, সব গ্রহ সূর্যের চারপাশে কেন্দ্রীভূতভাবে রয়েছে। ফলে গ্রহগুলোর একই সমতলে বৃত্তাকার পথে আবর্তন করা উচিত। কিন্তু বাস্তবে সূর্যকে ত্রিমাত্রিক পথে আবর্তন করছে বিভিন্ন গ্রহ। আর এ কারণেই ধারণা করা হচ্ছে, তারার আকারের কোনো মহাজাগতিক আন্তনাক্ষত্রিক বস্তু আমাদের সৌরজগতের চারপাশে প্রবেশ করার কারণেই বিভিন্ন গ্রহের কক্ষপথ পরিবর্তন হয়ে গেছে।
বিজ্ঞানীদের ধারণা, আন্তনাক্ষত্রিক বস্তুকে সূর্যের ১ দশমিক ৬৯ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বের মধ্যে আসতে হয়েছিল। জ্যোতির্বিজ্ঞানের ভাষায়, পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে ১ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্ব বলে। সেই বস্তু এই দূরত্বে আসার কারণেই বিভিন্ন গ্রহের কক্ষপথে আলাদা হয়ে গেছে।