International
ভারত থেকে রাশিয়াগামী উড়োজাহাজ নিখোঁজ
আফগানিস্তানে শনিবার দিবাগত রাতে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। উড়োজাহাজটিতে ছয়জন আরোহী থাকতে পারে বলে রোববার তারা জানিয়েছে।
রয়টার্সের সংবাদের বরাতে বলা হয়, আফগানিস্তানের স্থানীয় পুলিশ বলছে, গতকাল রাতে তারা একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে।
বিবৃতিতে রাশিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজটি একটি চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল। এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল।