মহাবিশ্বের বৃহত্তম কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, কত বড় জানেন

আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির (ছায়াপথে) চেয়ে ১৩ হাজার গুণ বড় এক কাঠামোর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ‘কুইপু’ নামের এই কাঠামোকে বলা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে বড় কাঠামো। কুইপুর পাশে আরও চারটি দৈত্যকার কাঠামো রয়েছে বলেও জানা গেছে।
মহাবিশ্বের বৃহত্তম এই কাঠামোকে মধ্য আমেরিকার ইনকা সভ্যতার পরিমাপ পদ্ধতির নামানুসারে কুইপু নামকরণ করা হয়েছে। বিজ্ঞানীদের তথ্যমতে, সুপারস্ট্রাকচারটি আশ্চর্যজনকভাবে ১৩০ কোটি আলোকবর্ষজুড়ে বিস্তৃত, যা আমাদের মিল্কিওয়ের দৈর্ঘ্যের ১৩ হাজার গুণ বেশি। ফলে এই কাঠামোর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ১৩০ কোটি আলোকবর্ষ সময় লাগবে।
এত দিন মহাবিশ্বের বৃহত্তম কাঠামোর হিসেবে হারকিউলিস-করোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল নামের একটি কাঠামোকে বিবেচনা করা হতো। এই কাঠামো পৃথিবী থেকে এক হাজার কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। তবে কাঠামোটির অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। আর তাই নতুন সন্ধান পাওয়া পাঁচটি সুপার ক্লাস্টার কাঠামো গভীরভাবে বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, কুইপু আসলে একটি বিশাল কাঠামো। কোনো শনাক্তকরণ পদ্ধতির সাহায্য ছাড়াই কাঠামোটি পর্যবেক্ষণ করা যাচ্ছে। কুইপুর কারণে মহাকর্ষীয় টানও তৈরি হয়। বর্তমানে সুপারস্ট্রাকচারটি আকারে বিশাল হলেও শিগগিরই ভেঙে যাবে আর তখন স্বাধীনভাবে বিভিন্ন গ্যালাক্সি দেখা যাবে।
সুপার ক্লাস্টার বলতে বিজ্ঞানীরা গ্যালাক্সির সংযুক্তি, গ্যালাক্সি গোষ্ঠী ও পৃথক পৃথক গ্যালাক্সির বিশাল সংগ্রহশালাকে বোঝান। সাধারণত এরা একে অপরের সঙ্গে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ হয় না। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি ল্যানিয়াকিয়া সুপারক্লাস্টারের বাইরের প্রান্তে অবস্থিত।