Michigan

মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানস্থলে মঞ্চের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। তবে এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। অন্যদিকে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা পুলিশের মুখোমুখি হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার এসব ঘটনা ঘটে। আগামী দিনগুলোয় স্নাতক সমাপনী অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নতুন করে অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক সপ্তাহ ধরে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে টানা আন্দোলন চলছে। ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অভিযানে নির্বিচার প্রাণহানির প্রতিবাদে এ বিক্ষোভ। তাঁরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চান।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে আরও রয়েছে, যেসব প্রতিষ্ঠান ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা রেখে চলে, ইসরায়েলি সরকারকে অস্ত্র সরবরাহ করে সমর্থন দেয়, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ত্যাগ করতে হবে। বিক্ষোভকারীদের দাবি, গাজায় রক্তপাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্যোগী হতে হবে।

অ্যান আরবর স্টেডিয়ামে বসেছিল মিশিগান বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কয়েক ডজন শিক্ষার্থী মাথায় ঐতিহ্যবাহী কেফিয়েহ (ফিলিস্তিনিরা সাদা–কালো যে স্কার্ফ পরেন) আর স্নাতক টুপি পরে মঞ্চের সামনে দিয়ে হেঁটে যান। তাঁদের হাতে প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা ছিল। এ সময় দর্শকেরা উল্লাস করে বিক্ষোভকারীদের উৎসাহ দেন।

ক্যাম্পাস পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ঘিরে ফেলে স্টেডিয়ামের পেছনের অংশে নিয়ে যায়। তবে কাউকে আটক করা হয়নি। অনুষ্ঠান চলেছে। বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র কলিন ম্যাসটনি এসব তথ্য জানান।

এক বিবৃতিতে কলিন বলেন, আগেও মিশিগান বিশ্ববিদ্যালয়ে এমন শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতপ্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে।

তবে গতকাল শার্লটসভ্যালে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের লনের ওপর দিয়ে টেনে আনতে দেখা যায় পুলিশকে।

আল–জাজিরার প্রতিবেদন বলছে, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২৫ বিক্ষোভকারী আটক হয়েছেন।

কয়েক সপ্তাহের বিক্ষোভে যুক্তরাষ্ট্রজুড়ে ক্যাম্পাসগুলো থেকে দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button