Science & Tech
‘লং মার্চ ১২’ রকেট উৎক্ষেপণ করল চীন
প্রথমবারের মতো নিজেদের বাণিজ্যিক স্পেসপোর্ট বা মহাকাশ বন্দর ব্যবহার করে সম্প্রতি এক নতুন ধরনের রকেট উৎক্ষেপণ করেছে চীন।
‘লং মার্চ ১২’ নামের রকেটটি তৈরি করেছে ‘সাংহাই একাডেমি অফ স্পেসফ্লাইট টেকনোলজি বা এসএএসটি’। পৃথিবীর নিম্নকক্ষপথে রকেটটির পেলোড বহনের সক্ষমতা ১২ টন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এমএসএন।
দুই-পর্যায়ের লঞ্চারটিতে রয়েছে একটি একক-কোর, যা তরল অক্সিজেন-কেরোসিন চালিত চারটি ইঞ্জিনের মাধ্যমে চলে। এই মিশনে রকেটটিতে ব্যবহৃত হয়েছে ৩.৮ মিটারের পেলোড ফায়ারিং সিস্টেম।
তবে রকেটটিকে পুনরায় ব্যবহার করা যাবে না। ডিজাইনে এই সীমাবদ্ধতা মেনে নিতে হয়েছে দ্রুততম সময়ে উৎক্ষেপণের জন্য। ৪.২ বা ৫.২ মিটার, দুই ব্যাসের রকেটই ব্যবহার করা যাবে এতে। ফলে কার্গোর আকার অনুসারে উপযুক্ত বাহন এর সঙ্গে জুড়ে দেওয়া যাবে।