লোহিত সাগরে জলপথের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান চীনের
আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় লোহিত সাগরে জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলো উদ্যোগ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে চীন।
হুতি বিদ্রোহীদের আক্রমণে লোহিত সাগর দিয়ে পণ্য পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে এ আশাবাদ ব্যক্ত করলো চীন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তুং গতকাল (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, লোহিত সাগর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ।
তিনি বলেন, চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষগুলো আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ওই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তার মধ্য দিয়ে যৌথভাবে বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ চেইনের মসৃণ প্রবাহ বজায় রাখবে।
সংশ্লিষ্ট বিভাগগুলো লোহিত সাগর ইস্যু সম্পর্কিত সমন্বয় জোরদার করবে, এ সংক্রান্ত খবর রাখবে এবং বিদেশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সাহায্য দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।