Science & Tech

শনি গ্রহে অদ্ভুত বস্তুর আঘাত

শনি গ্রহে রহস্যময় এক বস্তুর আঘাত হানার তথ্য জানতে পেরেছেন বিজ্ঞানীরা। শনির মতো গ্যাসীয় গ্রহতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের স্তর থাকে। আর তাই গ্রহটিতে কোনো বস্তুর আঘাতের চিহ্ন বোঝা যায় না। ৫ জুলাই শনি গ্রহে একটি রহস্যময় ঝলক দেখেছেন শৌখিন জ্যোতির্বিদ মারিও রানা। তাঁর ধারণ করা ভিডিওতে দেখা গেছে, শনির ডিস্কে একটি স্বল্প সময়ের জন্য আভা ছড়িয়ে পড়েছে।

জ্যোতির্বিদ মারিও রানার ভিডিওটি বেশ আলোড়ন তৈরি করায় প্ল্যানেটারি ভার্চ্যুয়াল অবজারভেটরি অ্যান্ড ল্যাবরেটরি ভিডিওটি বিশ্লেষণ করেছে। বিজ্ঞানীদের ধারণা, এক কিলোমিটারের বেশি চওড়া কোনো বস্তু আঘাত করেছে শনি গ্রহে। এ গ্রহের ওপর খুব সংক্ষিপ্ত প্রভাবের কারণে ঝলকটি তৈরি হয়েছে। প্রতি ৩ হাজার ১২৫ বছরে একবার শনি গ্রহে এ ধরনের আঘাত হানার ঘটনা ঘটে।

শনি গ্রহে প্রায়ই ছোট উল্কাপিণ্ড আঘাত করে বলে ধারণা করা হয়। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ক্যাসিনি প্রকল্পের বিজ্ঞানী লিন্ডা স্পিলকার জানিয়েছেন, শনি গ্রহের ওপর ছোট বস্তুর আঘাত অনেকটা পৃথিবীর মতোই। তবে নতুন এ আঘাতের দৃশ্য দেখা বেশ উত্তেজনাপূর্ণ।

বিজ্ঞানীদের তথ্যমতে, ৫ জুলাই শনির বুকে যে আলোর ঝলক দেখা গেছে, তা বেশ আলাদা। শনি গ্রহে এমন আঘাতের দৃশ্য এর আগে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। এ আঘাতের তথ্য বিশ্লেষণ করে গ্যাসীয় গ্রহ শনির বায়ুমণ্ডলের গতিশীল প্রকৃতি ও সৌরজগতে মহাজাগতিক সংঘর্ষের ফ্রিকোয়েন্সি সম্পর্কে নতুন তথ্য জানা যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

bacan4d slot toto