সফলভাবে ছয়টি উপগ্রহ উৎক্ষেপণ করল চীন

চীন সফলভাবে ছয়টি শিয়ান-২৭ উপগ্রহ সামঞ্জস্যপূর্ণ কক্ষপথে উৎক্ষেপণ করেছে। শনিবার এ তথ্য জানিয়েছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন (সিএএসসি)।
বেইজিং থেকে তাস জানায়, করপোরেশনটি তাদের উইচ্যাট পাতায় প্রকাশিত বিবৃতিতে জানায়, বেইজিং সময় অনুযায়ী ১৮ এপ্রিল সকাল ৬টা ৫১ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭ এপ্রিল রাত ১০টা ৫১ মিনিট) তাইইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সিজেড-৬এ রকেট ব্যবহার করে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।
সিএএসসি জানায়, উৎক্ষেপিত এসব উপগ্রহ মহাকাশ পরিবেশ পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত পরীক্ষার উদ্দেশে ব্যবহৃত হবে।
জাতীয় মহাকাশ কর্মসূচির দ্রুত সম্প্রসারণে চীন সক্রিয়ভাবে কাজ করছে। দেশটি আবহাওয়া, টেলিযোগাযোগ ও নেভিগেশন উপগ্রহ ছাড়াও চাঁদ অনুসন্ধান সংক্রান্ত প্রযুক্তি উন্নয়নেও কাজ করছে।
সরকারি সহায়তায় চীনা বিজ্ঞানীরা গ্রহাণু ও মঙ্গলগ্রহ অনুসন্ধানের প্রকল্প বাস্তবায়ন করছেন। বর্তমানে কক্ষপথে চালু থাকা চীনা মহাকাশ স্টেশন আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
২০২৪ সালে চীন মোট ৬৮টি উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করেছে।