সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের ২৪ লাখ রোগীর তথ্য ফাঁস, পুরনো পাসওয়ার্ড নিয়ে প্রশ্ন
গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের রোগ পরীক্ষা এবং ডিএনএ গবেষণা প্রতিষ্ঠান এনজো বায়োকেম সাইবার আক্রমণের শিকার হয়। এর ফলে ২৪ লাখ রোগীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। এ ঘটনায় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এনজো বায়োকেমকে ৪৫ লাখ ডলার জরিমানা করেছেন।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে ছিল রোগীদের সামাজিক নিরাপত্তা নম্বর এবং স্বাস্থ্যের ইতিহাসসহ সংবেদনশীল তথ্য। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, রোগীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এনজো বায়োকেমের দায়িত্ব ছিল, যা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, সাইবার অপরাধীরা মাত্র দুটি লগইন পাসওয়ার্ড ব্যবহার করে নেটওয়ার্কে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে এই তথ্য সংগ্রহ করে। ওই পাসওয়ার্ডগুলি গত এক দশকেও পরিবর্তন করা হয়নি। তথ্য ফাঁসের বিষয়টি শনাক্ত হওয়ার পর ২০২৩ সালের জুন মাসে রোগীদের সতর্ক করে বার্তা পাঠানো হয়।
তথ্য ফাঁসের কারণে শুধু নিউইয়র্কেরই আনুমানিক ১৪ লাখ ৬০ হাজার ব্যক্তি ঝুঁকিতে পড়েছেন। এই ঘটনার পর প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মেরি ট্যাগলিয়াফেরি পদত্যাগ করেছেন।