International

সুদান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্বেগ

যুদ্ধবিধ্বস্ত সুদানে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দেশটিতে যুদ্ধের কারণে ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে জানানোর পরের দিনই গত শুক্রবার পরিষদ এ উদ্বেগ প্রকাশ করে।

এক বিবৃতিতে বেসামরিক মানুষের ওপর হামলার ঘটনায় এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকজন, শরণার্থী ও আশ্রয়প্রার্থীরা যেসব এলাকায় থাকে, সেসব এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ায় ‘তীব্র নিন্দা’ জানায় নিরাপত্তা পরিষদ।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা সুদানে সহিংসতা ছড়িয়ে পড়া এবং মানবিক পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তা পরিষদের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার জাতিসংঘ জানায়, দেশটিতে ৭০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। আর ১৫ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

সুদানে এই যুদ্ধের শুরু গত ১৫ এপ্রিল, দুই বাহিনীর ক্ষমতা দখলের দ্বন্দ্ব থেকে। একদিকে সেনাবাহিনী (এসএএফ), অন্যদিকে আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

দেশটির সেনাপ্রধানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন আধা সামরিক বাহিনীর প্রধান। নিজের বাহিনী নিয়ে সেনাপ্রধানের ওপর আক্রমণ চালান তিনি। সেই থেকে লড়াইয়ের শুরু। একাধিকবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো পক্ষই তা মানেনি।

নয় মাসের লড়াইয়ে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে খাদ্যসংকট দেখা দিয়েছে। কিন্তু দুই পক্ষের লড়াই থামছে না।

Show More

8 Comments

  1. I like what you guys tend to be up too. Such clever work and reporting!
    Keep up the excellent works guys I’ve you guys to blogroll.

    Feel free to surf to my blog post best vpn

  2. May I just say what a relief to discover an individual who
    truly understands what they are talking about on the net.

    You certainly know how to bring an issue to light and make it important.

    A lot more people should check this out and understand this side of the story.
    I can’t believe you are not more popular because you surely possess the
    gift.

    Have a look at my website – facebook vs eharmony

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button