২০২৪ পিটি৫ গ্রহাণু কি চাঁদের অংশ ছিল

২০২৪ সালের আগস্টে মাসে পৃথিবীর খুব কাছে সন্ধান মেলে ‘২০২৪ পিটি৫’ নামের একটি গ্রহাণুর। পৃথিবীর কাছাকাছি অবস্থান করায় গ্রহাণুটিকে নিয়মিত পর্যবেক্ষণ করে থাকেন বিজ্ঞানীরা। সম্প্রতি গ্রহাণুটির বিষয়ে নতুন এক রোমাঞ্চকর তথ্য জানা গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটিতে থাকা খনিজের সঙ্গে চাঁদের শিলার অনেক মিল রয়েছে। ধারণা করা হচ্ছে, হাজার হাজার বছর আগে এই গ্রহাণু চাঁদের অংশ ছিল। গ্রহাণুটি নিয়ে আরও গবেষণা করলে চাঁদের পুরোনো ইতিহাস জানা যেতে পারে।
বিজ্ঞানীদের তথ্যমতে, অন্যান্য গ্রহাণু থেকে ২০২৪ পিটি৫ বেশ আলাদা। গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি একটি কক্ষপথে রয়েছে। আর তাই ধারণা করা হচ্ছে, পৃথিবী বা চাঁদ থেকে এই গ্রহাণু তৈরি হতে পারে। অন্য গ্রহাণুর তুলনায় আকারে ছোট গ্রহাণুটির ওপরে পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব নেই। ফলে গ্রহাণুটি চাঁদের অংশ হওয়ার সম্ভাবনাই বেশি। গ্রহাণুটির গঠন বিশ্লেষণ করে চাঁদের শিলার সঙ্গে বেশ মিলও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় লোয়েল ডিসকভারি টেলিস্কোপ ও হাওয়াইতে নাসার ইনফ্রারেড টেলিস্কোপ ব্যবহার করে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞানী টেডি কেরেটা বলেন, চাঁদে প্রচুর পরিমাণে সিলিকেট খনিজ রয়েছে। সাধারণ গ্রহাণুতে এই খনিজ বেশ বিরল। সিলিকেটের উপস্থিতি বলছে গ্রহাণুটি চাঁদের অংশ হতে পারে। ধারণা করা হচ্ছে, লাখো বছরের পুরোনো ৯ গ্রহাণুটি। সম্ভবত হাজার বছরের পুরোনো এই গ্রহাণুর আবিষ্কার প্রমাণ করেছে, মহাকাশে চাঁদের আরও অংশ থাকতে পারে।