Science & Tech

৫২ মিনিটের চার্জে টানা ২ দিন চলবে এই ফোন

স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস তাদের নতুন একটি স্মার্টফোন দেশের বাজারে ছেড়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি মডেলের এই ফোন বাংলাদেশেই উৎপাদিত হয়েছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজিতে ব্যবহার করা হয়েছে ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফলে একবার পূর্ণ চার্জ করলে এটি টানা দুই দিন পর্যন্ত চলবে। ৫২ মিনিটেই ফোনটির শতভাগ চার্জ সম্পন্ন হয়। ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড পর্দা। এতে আরও আছে ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৬০০ মূল ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ-অ্যাসিস্ট ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা।

এতে রয়েছে ওয়ানপ্লাসের মালিকানাধীন ট্রিনিটি ইঞ্জিন–চালিত স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম; যা দ্রুত গতির ফাইল শেয়ারিং, গেম খেলা ও ২.০ জিবিপিএস গতিতে ডাউনলোড করার সুবিধা দেবে।

ফোনটি নীল ও রুপালি রঙে পাওয়া যাবে। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রমে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি স্মার্টফোনের দাম শুরু হবে ২৭ হাজার ৯৯৯ টাকা থেকে। ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি কেনার জন্য আগাম ফরমাশ করা যাচ্ছে। সারা দেশে ওয়ানপ্লাসের সব খুচরা বিক্রয়কেন্দ্রে এবং দারাজ, পিকাবু, ডলবিয়ার ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের ই–কমার্স সাইট থেকে আগামী ৬ জুলাই পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button