চীন সংশ্লিষ্ট পক্ষগুলিকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানায়
গাজায় একটি ত্রাণ সংগ্রহ কেন্দ্রে হামলার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন এ ঘটনায় হতবাক এবং এর তীব্র নিন্দা জানায়।
চীন প্রাসঙ্গিক পক্ষগুলিকে, বিশেষ করে ইসরাইলকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, কার্যকর-ভাবে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা এবং মানবিক ত্রাণ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানায়।
উল্লেখ্য, গাজা উপত্যকার একটি ত্রাণ সংগ্রহ কেন্দ্রে বৃহস্পতিবার হামলা হয়। এতে ১১২জন নিহত এবং ৭৬০জন আহত হয়েছে।
মুখপাত্র মাও নিং আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আবারও গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতি গ্রহণে বাধা দিয়েছে। তিনি উল্লেখ করেন যে, প্রাসঙ্গিক প্রধান দেশগুলির ন্যায্য ও দায়িত্বশীল মনোভাব বজায় রাখে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য গঠনমূলক ভূমিকা পালন করা উচিত।