রাশিয়ার নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া
রাশিয়ায় ১৫ থেকে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। বুথফেরত জরিপে এই তথ্য উঠে এসেছে। এই জয়ের ফলে বর্তমান রুশ প্রেসিডেন্ট পুতিন আরও ছয় বছরের জন্য দেশটির ক্ষমতায় থাকছেন।
পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে ‘অবাধ, স্বাধীন ও মুক্ত নয়’ বলে ঘোষণা দিয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়া ও চীন পুনরায় নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট পুতিনকে অভিনন্দন জানিয়েছে। ইউক্রেনের প্রতিক্রিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন। জেলেনস্কি বলেন, ‘এমন কোনো অশুভ কাজ নেই যা তিনি তার ব্যক্তিগত ক্ষমতা দীর্ঘায়িত করতে করেন না।’
যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, পুতিন যেভাবে রাজনৈতিক বিরোধীদের কারাবন্দি করেছেন এবং অন্যদের তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রেখেছেন, তাতে নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হয়নি।
যুক্তরাজ্যের প্রতিক্রিয়া
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক্সে (আগের নাম টুইটার) ভোটের সমালোচনা করে বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে যা পরিচিত এটি তা নয়।’
জার্মানির প্রতিক্রিয়া
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার এই ভোটকে ‘ছদ্মবেশী-নির্বাচন’ আখ্যা দিয়ে বলেছে, ‘পুতিনের শাসন কর্তৃত্ববাদী, তিনি সেন্সরশিপ, দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করেন’।
পোল্যান্ডের প্রতিক্রিয়া
এদিকে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার নির্বাচনে ‘অবাধ ও গণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া অসম্ভব’।
উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিম জং উন পুতিনকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।
চীনের প্রতিক্রিয়া
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র পুতিনকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত নির্দেশনায় চীন-রাশিয়া সম্পর্ক আরও এগিয়ে যাবে।’