International

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনটি নীতিতে অটল থাকবে চীন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কনের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চীনের তিনটি নীতিতে অটল থাকার প্রত্যয় পুনর্ব্যাক্ত করেছেন।

এই তিন নীতি হলো মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলা; চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-উত্থাপিত পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতামূলক ও পারস্পরিক কল্যাণের নীতিতে দু’দেশের সম্পর্কের স্থিতিশীল, সুস্থ ও টেকসই উন্নয়ন এবং পারস্পরিক মূল স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থেকে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, চীনের উন্নয়ন রোধ না করা এবং চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের অধিকারসহ বিভিন্ন লাল রেখা না ভাঙা।

আজ (শুক্রবার) বেইজংয়ে অনুষ্ঠিত বৈঠকে ওয়াং ই আরও বলেন, গত নভেম্বরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সান ফ্রান্সিসকোতে বৈঠক করেন এবং যৌথভাবে “সান ফ্রান্সিসকো ভিশন” তৈরি করেন।

তিনি বলেন, দুদেশের শীর্ষনেতার নির্দেশনায় চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক মন্দ অবস্থা থেকে স্থিতিশীল পর্যায়ে এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সংলাপ ও সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে, যেগুলোকে দুদেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় স্বাগত জানিয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে অন্য দিকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নেতিবাচক উপাদানও বেড়েছে এবং চীনের বৈধ উন্নয়নের অধিকার অন্যায্য দমন এবং দেশটির কেন্দ্রীয় স্বার্থ চ্যালেঞ্জের মুখে পড়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button