নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না করতে হুমকি: আইসিসির আইনজীবীকে ১২ কংগ্রেসম্যানের চিঠি
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির ব্যাপারে সতর্ক করে চিঠি লিখেছেন ১২ জন মার্কিন কংগ্রেসম্যান। তারা আইসিসির প্রসিকিউটর মি. করিম এ এ খান কেসিকে লেখা চিঠিতে রীতিমতো হুমকি প্রদান করেন যে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তার ও তার প্রতিষ্ঠান তথা আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। গত ২৪ এপ্রিল ১২ কংগ্রেসম্যানের স্বাক্ষরিত চিঠিটি প্রদান করা হয়ে দ্য হেগে অবস্থিত আইসিসির সদর দফতরকে অ্যাড্রেস করে পাকিস্তানি বংশোদ্ভূত প্রসিকিউটর জনাব করিম এ এ খান কেসিকে।
চিঠিতে বলা হয়,
‘আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে বিবেচনা করতে পারে এমন প্রতিবেদনের বিষয়ে আমরা লিখছি। এ ধরনের ক্রিয়াকলাপ বেআইনি এবং আইনগত ভিত্তির অভাব রয়েছে এবং এটি করা হলে আপনার এবং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার কারণ হবে।
আইসিসি ইসরাইলকে তাদের ইরান-সমর্থিত আক্রমণকারীদের বিরুদ্ধে আত্মরক্ষার বৈধ পদক্ষেপ নেওয়ার জন্য শাস্তি দেওয়ার চেষ্টা করছে। আসলে, আপনার নিজের ভাষায়, আপনি ৭ অক্টোবরের হামলার পর ইসরাইলে হামাসের দ্বারা পরিচালিত “গণনাকৃত নিষ্ঠুরতার দৃশ্য” প্রত্যক্ষ করেছেন। এই গ্রেপ্তারি পরোয়ানাগুলি আইসিসিকে সন্ত্রাসবাদের বৃহত্তম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক এবং এর প্রক্সির সাথে সারিবদ্ধ করবে। স্পষ্ট করে বলতে গেলে, হামাসের সন্ত্রাসবাদ এবং ইসরাইলের ন্যায্য প্রতিক্রিয়ার মধ্যে কোনো নৈতিক সমতা নেই।’
পত্রে আরো লেখা হয়েছে, ‘আইসিসিও তার সনদ দ্বারা যেকোন ক্ষেত্রে অগ্রসর হতে নিষেধ করেছে যদি না প্রাসঙ্গিক সরকার নিজেরাই পুলিশি করতে অনিচ্ছুক বা অক্ষম হয়। আপনি নিজেই বলেছেন যে, ‘ইসরাইলে প্রশিক্ষিত আইনজীবী আছে যারা কমান্ডারদের পরামর্শ দেয় এবং আন্তর্জাতিক মানবিক আইনের সাথে সম্মতি নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী ব্যবস্থার উদ্দেশ্য’। সরকারের
ইসরাইলের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা কেবল অন্যায় হবে না, এটি আপনার সংস্থার ভণ্ডামি এবং দ্বিগুণ মানকে প্রকাশ করবে। আপনার অফিস ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বা অন্য কোনো ইরানি কর্মকর্তা, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বা অন্য কোনো সিরিয়ার কর্মকর্তা, বা হামাস নেতা ইসমাইল হানিয়াহ বা হামাসের অন্য কোনো কর্মকর্তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি। অথবা আপনি গণপ্রজাতন্ত্রী চীনের গণহত্যাকারী জেনারেল সেক্রেটারি, শি জিনপিং বা অন্য কোনো চীনা কর্মকর্তার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেননি।’
পত্রে আরো বলা হয়েছে, ‘অবশেষে, ইসরাইল বা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং তাই আপনার সংস্থার অনুমিত এখতিয়ারের বাইরে নয়। আপনি যদি ইসরাইলি নেতৃত্বের গ্রেপ্তারের জন্য একটি পরোয়ানা জারি করেন তবে আমরা এটিকে কেবল ইসরাইলের সার্বভৌমত্বের জন্য নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে ব্যাখ্যা করব। আমাদের দেশ আমেরিকান সার্ভিস-মেম্বারস প্রোটেকশন অ্যাক্টে দেখিয়েছে যে আমরা সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য কতটা দৈর্ঘ্যে যাব’।
মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মিত্রদের ওপর আইসিসির রাজনৈতিক আক্রমণ সহ্য করবে না। ইসরাইলকে টার্গেট করুন এবং আমরা আপনাকে টার্গেট করব। আপনি যদি রিপোর্টে নির্দেশিত পদক্ষেপগুলো নিয়ে এগিয়ে যান, আমরা আইসিসি-এর জন্য সমস্ত আমেরিকান সমর্থন বন্ধ করতে, আপনার কর্মচারী এবং সহযোগীদের অনুমোদন করতে এবং আপনাকে এবং আপনার পরিবারকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষিদ্ধ করার জন্য অগ্রসর হব। আপনাকে সতর্ক করা হচ্ছে’।
পত্রে স্বাক্ষরদাতা কংগ্রেসম্যানরা হলেন- টম কটন, মার্শা ব্ল্যাকবার্ন, টেড বাড, টেড ক্রুজ, পিট রিকেটস, রিক স্কট, মিচ ম্যাককনেল, কেটি বয়েড ব্রিট, কেভিন ক্রেমার, বিল হ্যাগারটি, মার্কো রুবিও এবং টিম স্কট।