দুর্গম অংশে অবতরণ

চাঁদের দূরবর্তী ও দুর্গম অঞ্চলে অবতরণ করেছে চীনের মনুষ্যবিহীন চন্দ্রযান। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানায়, গতকাল স্থানীয় সময় সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু-আইটকেন অববাহিকায় অবতরণ করে চ্যাংই-৬।
চীনা মহাকাশ গবেষণা কেন্দ্রকে উদ্বৃত করে বিবিসি জানিয়েছে, ইতিহাসে এবারই প্রথম পোল অববাহিকায় অবতরণ করেছে চীন নির্মিত ওই চন্দ্রযান। এবারের মিশনের উদ্দেশ হচ্ছে ওই অঞ্চল থেকে মূল্যবান পাথর এবং মাটি সংগ্রহ করা। এরপর ৩ মে পৃথিবীর পথে রওনা হবে এই মহাকাশযানটি। চীনা মহাকাশ বিজ্ঞানীরা চাঁদের পোল অববাহিকার প্রাচীন পাথরের ওপর গবেষণা চালানোর লক্ষ্যে একটি সফল মিশনের পথে রয়েছে বলেও দাবি বেইজিংয়ের। চীন সরকার জানিয়েছে, মহাকাশযানটি এমন এক অনাবিষ্কৃত জায়গায় অবতরণ করেছে যেখানে আগে কেউ যাওয়ার চেষ্টা করেনি। সেই জায়গাটি ‘সাউথ পোল এইটকেন বেসিন’ নামে পরিচিত। ধারণা করা হয়, চাঁদ গঠিত হওয়ার শুরুর দিকে বিরাট কোন সংঘর্ষের ফলে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছিল। চাঁদের ওই অংশে অবতরণ করা খুব ঝুঁকিপূর্ণ কারণ সেখানে মহাকাশযানের সাথে সহজ যোগাযোগ করা যায় না। চীনই একমাত্র দেশ যারা এর আগে ২০১৯ সালে চ্যাং’ই-৪ অবতরণ করে এই কৃতিত্ব অর্জন করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ সফল অবতরণের ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছে। তারা জানায়, রোববার সকালে চ্যাং’ই ল্যান্ডিং ক্রাফটটি চাঁদের মাটি স্পর্শ করার পর বেইজিং অ্যারোস্পেস ফ্লাইট কন্ট্রোল সেন্টারে করতালির ঝড় ওঠে।