মঙ্গল গ্রহে নভোচারীদের আশ্রয় দিতে পারে রহস্যময় গর্ত
ক্রু মিশনের সময় মঙ্গল গ্রহে রহস্যময় গর্ত মানুষকে আশ্রয় দিতে পারে। খবর অনুসারে, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) মঙ্গলে এমন একটি রহস্যময় গর্তের সন্ধান পেয়েছে।
একটি প্রাচীন আগ্নেয়গিরির পার্শ্বদেশে এই গর্তটি কয়েক মিটার প্রশস্ত। এটি মূলত ২০২২ সালের ১৫ আগস্ট আবিষ্কৃত হয়েছিল বলে জানিয়েছে স্পেস ডটকম। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিলুপ্ত আরসিয়া মনস আগ্নেয়গিরির পাশে অবস্থিত এই রহস্যময় গর্তের ছবিটি নাসার মার্স রিকনাইসেন্স অরবিটার (এমআরও) একটি হাই-রেজোলিউশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (হাইআরআইএসই) ক্যামেরা ব্যবহার করে ধারণ করেছে।
নাসার মহাকাশযান যখন ছবিটি ধারণ করে, তখন এটি মঙ্গলের পৃষ্ঠ থেকে মাত্র ২৫৬ কিলোমিটার (১৫৯ মাইল) দূরে ছিল। এই রহস্যময় গর্তটি একটি উল্লম্ব খাদ বলে মনে করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এই গর্তগুলো ভবিষ্যতে নভোচারীদের আশ্রয় দিতে পারে।