ক্যালিফোর্নিয়ায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির কাবাজোনের কাছে অগ্নিনির্বাপক অভিযানে দুটী হেলিকপ্টারের সংঘর্ষ হয়। তারপর একটি মাটিতে বিধ্বস্ত হয় এবং তিনজন মারা যান
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অগ্নিনির্বাপক অভিযানের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় রিভারসাইড কাউন্টির কাবাজোনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রথমে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। তারপর একটি নিরাপদে অবতরণ করে এবং দ্বিতীয়টি মাটিতে বিধ্বস্ত হয়। এতে বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সবার মৃত্যু হয়।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।
নিহতদের একজন ফায়ার ক্যাপ্টেন এবং রাজ্যের বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) প্রধান। সেই সঙ্গে তিনি চুক্তিবদ্ধ পাইলট হিসেবেও কাজ করতেন।
তবে নিহতদের নাম ঘোষণা করা হয়নি।
ক্যাল ফায়ারের দক্ষিণাঞ্চলীয় প্রধান ডেভিড ফুলচার ঘটনাটিকে ‘দুঃখজনক ক্ষতি’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা তিনজন মহান ব্যক্তিকে হারিয়েছি। তিন বাবা, তিন স্বামী, তিন বন্ধু, তিন ছেলে।
মেয়েরা তাদের বাবাকে হারিয়েছে, ছেলেরা তাদের বাবারে হারিয়েছে।’
ফুলচার একটি সংবাদ সম্মেলনে বলেন, একটি ভবন থেকে আগুনের সূত্রপাত। কিন্তু পরে চার একরজুড়ে গাছপালায় আগুন ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত নিভিয়ে ফেলা হয়েছে।
যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেটি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিল। আর যেটি নিরাপদে অবতরণ করেছে, সেটি আগুন নেভাতে সাহায্য করেছে। দুটিই ক্যাল ফায়ারে চুক্তিবদ্ধ।