ক্রোম ব্রাউজারের একাধিক সংস্করণে নিরাপত্তা ত্রুটি পাওয়া গেছে
ক্রোম ব্রাউজারের একাধিক ডেস্কটপ সংস্করণে ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ক্রোম ব্রাউজারের ১২৬.০.৬৪৭৮.১১৪/১১৫ সংস্করণের আগের সব সংস্করণে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তথ্যমতে, ক্রোম ব্রাউজারের ভি৮, ওয়েবএসেম্বলি এবং ডিএডব্লিউএন প্রযুক্তি-সুবিধায় বিভিন্ন নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারে। ফলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা।
ক্ষতির মাত্রা বিবেচনায় ক্রটিগুলোকে ভয়ংকর হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে হলে দ্রুত ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে পরামর্শ দিয়েছে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।