International

‘যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সাথে যুদ্ধে ইসরাইলকে সাহায্য নাও করতে পারে’

জয়েন্ট চিফস অফ স্টাফ প্রধান চার্লস কিউ. ব্রাউন সোমবার সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ইসরাইলকে রক্ষা করবে না। সম্ভবত এক্ষেত্রে তারা অক্ষম। যেভাবে তারা গত এপ্রিলে ইরানের ড্রোন হামলার সময় পদক্ষেপ নিয়েছিল।

ইউএস এয়ারফোর্স জেনারেল ব্রাউন আরো বলেন, ইরান তখন হিজবুল্লাহকে সমর্থন করতে আরো বেশি এই যুদ্ধে জড়িয়ে পড়বে।

জেনারেল ব্রাউন বলেন, ইসলামিক প্রজাতন্ত্র হামাসকে সমর্থন করলেও আরো দৃঢ়ভাবে হিজবুল্লাহর পেছনে দাঁড়াবে তেহরান। বিশেষ করে তারা যদি মনে করে যে হিজবুল্লাহকে উল্লেখযোগ্যভাবে হুমকি দেয়া হচ্ছে।’

ব্রাউন আরো বলেন, লেবাননে ইসরাইলের যেকোনো সামরিক আক্রমণ একটি বৃহত্তর যুদ্ধের সূচনা করতে পারে। একইসাথে এটি মার্কিন বাহিনীকেও এই অঞ্চলে বিপদে ফেলতে পারে।

এদিকে, ইসরাইল দক্ষিণ লেবাননে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে হামলা করেছে। সোমবার (২৪ জুন) লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের তাইবা গ্রামে একটি বেসামরিক প্রতিরক্ষা দলকে লক্ষ্য করে আর্টিলারি শেল দিয়ে আঘাত করেছে। ওই সময় দলটি গ্রামে আগুন নিভানোর কাজ করছিল। এ ঘটনায় হতাহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করার আগেই বুকে ছুরি দিয়ে আহত করা হয়েছিল।

সূত্রটি আরো জানিয়েছে, হামাসের অভূতপূর্ব হামলার পরিপ্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হয়। এর পর থেকে ইসরাইল ও হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button