Science & Tech

এক ব্যাটারির বিদ্যুৎ যাবে ১২ হাজার বাড়িতে!

চীনে তৈরি হচ্ছে পরবর্তী প্রজন্মের সোডিয়াম আয়ন ব্যাটারি। দেশটিতে সম্প্রতি চালু হওয়া বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ সংরক্ষণ কারখানায় এই ব্যাটারি তৈরি করা হচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি ঘণ্টায় এক লাখ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম প্রকল্পটি চালু করা হয়েছে চীনের হুবেই প্রদেশে। দাবি করা হচ্ছে, এক চার্জেই ১২ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে এখান থেকে। ডেটাং হুবেই সোডিয়াম-আয়ন নিউ এনার্জি পাওয়ার স্টেশন প্রকল্পটি প্রথম পর্যায়ে ৩০ একর মাঠের সমান জায়গাজুড়ে বিস্তৃত করা হয়েছে।

সৌর ও বায়ুর মতো নবায়নযোগ্য শক্তির উৎস কাজে লাগানোর ক্ষেত্রে এই ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। কারণ অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের সময় বিদ্যুৎ সংগ্রহ করে রাখার সুবিধা মেলে এগুলোতে। আর তা এমন সময়গুলোয় ব্যবহার করা যেতে পারে, যখন সূর্য বা বায়ু থেকে বিদ্যুৎ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না।

‘ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)’র তথ্য অনুসারে, ২০৫০ সাল নাগাদ কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে গ্রিডে বিদ্যুৎ সংরক্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button