Science & Tech

৯৯৫ কোটি পাসওয়ার্ড ফাঁস

‘ওবামাকেয়ার’ নামে পরিচিত এক হ্যাকার ৯৯৫ কোটি পাসওয়ার্ড ফাঁস করেছে। রকইউ২০২৪ নামের এক ডাটাসেটের অধীনে বৃহস্পতিবার এসব পাসওয়ার্ড প্রকাশ করা হয়। ফোর্বসের বরাত দিয়ে এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গবেষকদের মতে, এটি এ যাবৎকালের সবচেয়ে বড় পাসওয়ার্ডসংক্রান্ত ডাটা চুরির ঘটনা।

সাইবার নিউজের গবেষকরা বলেন, রকইউ২০২৪ মূলত সারাবিশ্বের মানুষের ব্যবহৃত পাসওয়ার্ডগুলোর একটি সংকলন। এগুলো ফাঁস করে হ্যাকাররা সাইবার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। হুমকিদাতারা এগুলো কাজে লাগিয়ে আক্রমণ চালাতে পারে। এ ছাড়া মানুষের বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশ করাও সম্ভব।

গবেষকদের মতে, চুরি করা পুরনো ও নতুন ডাটার সমন্বয়ে এ পাসওয়ার্ডগুলো ফাঁস হয়েছে। হ্যাকারদের ফোরাম ও অন্যান্য জায়গায় ব্যবহারকারীদের ই-মেইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে। এগুলো ডাটা চুরি, আর্থিক জালিয়াতি ও পরিচয় চুরির মতো নানা অপরাধে ব্যবহার করা হতে পারে।

প্রতিবেদন অনুসারে, রকইউ২০২৪-এর পাসওয়ার্ড ফাঁসের ঘটনা এটিই প্রথম নয়।

এর আগেও হ্যাকাররা ৮৪০ কোটি পাসওয়ার্ড ফাঁস করেছিল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button