চীনের দিক থেকে প্রচুর হুমকি রয়েছে: মার্কিন কংগ্রেসম্যান
ভারতের সঙ্গে মার্কিন কংগ্রেসের সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে কংগ্রেসম্যান শ্রী থানেদার চীনকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চীনের পক্ষ থেকে অনেক হুমকি রয়েছে। সেই ক্ষেত্রে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত।
মার্কিন কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করে তিনি বলেছেন, কংগ্রেসের সদস্যরা সত্যিই তার বক্তৃতা পছন্দ করেছেন। তারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে আাগ্রহী হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র চীনের দিক থেকে অনেক হুমকি দেখতে পাচ্ছে।
ভারতে সফররত মার্কিন আইনপ্রণেতাদের দলে রয়েছেন শ্রী থানেদার। দলটি ভারতের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। ঐতিহাসিক লালকেল্লায় ১৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা অনুষ্ঠানেও অংশ নেবে।
এএনআইকে থানেদার বলেন, “আমরা ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের হুমকি দেখছি। বর্তমানে বিশ্বজুড়ে এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক বেশি অস্থিতিশীলতা রয়েছে। যে কারণে ভারতের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক এতটা গুরুত্বপূর্ণ।”