২৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে পাইলটের মৃত্যু, অতঃপর..
২৭১ জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে চিলিতে যাচ্ছিল একটি যাত্রীবাহী বিমান। মাঝ আকাশে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান পাইলট। এর পর পানামাতে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
মঙ্গলবার বিমানটির সূত্র দিয়ে এক খবরে নিউইয়র্ক পোস্ট ও ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে পাইলট ইভান আন্দাউর (৫৬) বিমান চলার সময়ে অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিমানের ক্রুরা তাকে জরুরি চিকিৎসা দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের এলএটিএএম এয়ারলাইনসের পক্ষ থেকে থেকে জানানো হয়, উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র ছাড়ার তিন ঘণ্টা পর পাইলট ক্যাপ্টেন ইভান বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন সহকর্মীরা। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
এক বিবৃতিতে এলএটিএএম এয়ারলাইনসের পক্ষ থেকে বলা হয়, আমরা ইভানের ২৫ বছরের কর্মজীবন এবং তার মূল্যবান অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তার জীবন রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করা হয়েছিল। এ ঘটনার পর মঙ্গলবার ফ্লাইটটি পানামা ছাড়ে।
ওই পাইলটের চিকিৎসার দায়িত্বে থাকা একজন নার্স জানিয়েছেন, তাদের কাছে ভালো চিকিৎসা করার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ছিল না।