লাদাখে ভারতীয় সেনাবাহিনীর জেসিওসহ ৯ সৈন্য নিহত
এক ভয়ংকর দুর্ঘটনা ভারতে ভারতের লাদাখে। ভারতীয় সেনাবাহিনীর ট্রাক পাহাড়ি রাস্তা থেকে পিছলে গিয়ে পড়ল নদীতে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এক জেসিও ও আট জওয়ানের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়।
স্থানীয় সময় শনিবার বিকেল পৌনে ৫টা নাগাদ লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে ওই দুর্ঘটনা ঘটে। জানিয়েছেন লেহ-র পুলিশ সুপারে পি ডি নিত্য।
ওই দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক জওয়ানকে। তার চিকিত্সা চলছে। তবে তার অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন পি ডি নিত্য। পূর্ব লাদাখের কিয়ারিতে সেনাবাহিনীর একটি বেসক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পে যাচ্ছিলেন ওই সৈন্যরা। তাদের সাথে ছিল আরো পাঁচটি গাড়ি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেনাবাহিনী হাসপাতালে নিয়ে গেলে আট জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়।