প্রবাসী বাংলাদেশিদের উদ্যেগে মিশিগানে তিনদিনব্যাপী মেলার আয়োজন
জনপ্রিয় কণ্ঠ শিল্পী ইমরান, শাহনাজ বেলী ও কনা
সংস্কৃতিমনা দর্শকের বহুল প্রত্যাশার চাহিদা মেটাতে মিশিগান অঙ্গরাজ্য সহ সমগ্র যুক্তরাষ্ট্র ও পাশ্ববর্তী কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারী পুরুষকে আনন্দে মাতিয়ে তুলতে এবার গ্রীষ্মকালীন সর্বশেষ এক ভিন্ন মাত্রার মেলা উপহার দিতে যাচ্ছে মিশিগানের এক ঝাঁক নানা পেশার বাংলাদেশী ব্যক্তিত্ব|
সংশ্লিষ্ট মেলা আয়োজকদের মাঝে রয়েছেন, সফল কয়েকজন ব্যবসায়ী, উদীয়মান তরুণ সহ নানান পেশায় কর্মরত সংস্কৃতিমনা ব্যক্তিত্বগণ | তারা হলেন, সেলিম আহমেদ, কামরুল হুদা রাসেল, সাকের উদ্দিন সাদেক, এনাম মিয়া, ফিরোজ আলী, কামাল হোসেন লিলু, জিয়া উদ্দিন জুয়েল, পারভেজ, শোভন, আফাজ, নাহিল, মোশারফ ,নুরুল, নূর, হারুন, জুয়েল, রুমন, জুয়েল মোহাম্মদ, মওদুদ চৌধুরী, রিপন লস্কর, ফরহাদ, মাহাদী, ইকবাল, তারেক, ওয়ামী, তাসনিম খান, পন্নী ও তাহমিদ |
আগামী ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর মিশিগান রাজ্যের ডেট্রয়েট সিটির বাংলা টাউন এলাকার জেইন ফিল্ডে এই জাঁকজমকপূর্ণ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে| এদিকে এই মেলা চলাকালীন কর্মক্লান্ত প্রবাসী বাংলাদেশী সহ ভিনদেশীয় নারী পুরুষের মনে প্রশান্তির ছোঁয়ায় গানে গানে মাতিয়ে রাখবেন এ প্রজন্মের ভালবাসার জনপ্রিয় কণ্ঠ শিল্পী ইমরান ও কনা এবং তাদের দল | এছাড়াও আরো মনমাতানো গান পরিবেশন করবেন, শাহনাজ বেলী, মম, ইক্কি, হিমেল এবং স্থানীয় শিল্পীরা |
মেলার আয়োজকদের অন্যতম কর্ণধার নাজেল হুদা ও সেলিম আহমেদ জনকণ্ঠকে জানিয়েছেন, আসছে এই মেলা হবে অত্যন্ত ব্যতিক্রমী, আনন্দময় | তিনি জানান, এই সামার সিজনে মিশিগানে এ পর্যন্ত যত মেলা হয়েছে, তার মধ্যে আগামী তিন দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই মেলা হবে স্মরণকালের। এতে থাকবে নানান কাপড় চোপড়, খেলনা সহ নানান পণ্য সামগ্রী এমনকি সুস্বাদু খাবারের মতো অন্তত শতাধিক স্টল | এছাড়াও থাকবে আকর্ষণীয় রাফেল ড্র | আর এতে থাকবে ভাগ্যবান বিজয়ীদের জন্য চোখ ধাঁধানো হাজার হাজার ডলারের পুরস্কার | থাকবে বিশাল সুদৃশ্য প্যান্ডেল | তাদের ধারণা, এই মেলায় স্মরণকালের হাজার হাজার নারী পুরুষের ঢল নামবে |
তিনি আরও জানান, ইতিমধ্যে এই মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে | মেলাকে প্রাণবন্ত, আকর্ষণীয়, নিরাপদ করার লক্ষ্যে থাকবে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম ও পুলিশ | এদিকে এই জমজমাট মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, দৈনিক জনকণ্ঠ।
আসছে এই মেলার খবর মিশিগান সহ মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্ববর্তী কানাডায় বসবাসরত বাংলাদেশীদের মাঝে ইতিমধ্যে চাউর হওয়ায় আনন্দ উল্লেসিত শুধু নয়, রীতিমতো তা প্রবাসীদের আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। এই মেলার মধ্য দিয়েই শেষ হবে গ্রীষ্মকাল | ঘনিয়ে আসবে তীব্র শীত আর স্নো পড়ার মৌসুম |