Science & Tech

পৃথিবীর কক্ষপথ ৮০ সেন্টিমিটার সরে গেছে : গবেষণায় দাবি

জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন একটি গবেষণায় প্রকাশ পেয়েছে, পৃথিবীর অক্ষ প্রায় ৩১.৫ ইঞ্চি (প্রায় ৮০ সেন্টিমিটার) সরে গেছে। গবেষকরা মনে করছেন, মানুষের ভূগর্ভস্থ জল উত্তোলনের কার্যক্রম এই পরিবর্তনের জন্য দায়ী। এটি শুধু পৃথিবীর ঘূর্ণনে প্রভাব ফেলে না, বরং সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়িয়ে দিতে পারে।  

গবেষণাটি জিওফিজিক্যাল রিসার্চ লেটারস জার্নালে প্রকাশিত হয়েছে। পপুলার মেকানিক্স এর তথ্য অনুযায়ী, এই পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় প্রায় ০.২৪ ইঞ্চি বৃদ্ধি করতে পারে।  

গবেষণার প্রধান, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদ কিউ-ওয়ান সিও বলেন, পৃথিবীর ঘূর্ণন মেরু অনেক কারণেই পরিবর্তিত হয়। আমাদের গবেষণা দেখিয়েছে যে জলবায়ু সংশ্লিষ্ট কারণে ভূগর্ভস্থ জলের পুনর্বণ্টন এই মেরু সরণের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। 

কিভাবে বদলাচ্ছে পৃথিবীর অক্ষ?  
পৃথিবীর অক্ষের এই পরিবর্তন মূলত ভরের পুনর্বণ্টনের কারণে ঘটে, যা ভূগর্ভস্থ জল উত্তোলন এবং বরফ গলার ফলে ঘটছে। গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বরফ গলার ফলে জল বিষুবরেখার দিকে সরে যায়, যা পৃথিবীর ভারসাম্যে প্রভাব ফেলে এবং অক্ষ সরিয়ে দেয়।  

গবেষণায় ১৯৯৩ থেকে ২০১০ সালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ে ২,১৫০ গিগাটন ভূগর্ভস্থ জল উত্তোলন পৃথিবীর অক্ষ প্রায় ৩১.৫ ইঞ্চি সরিয়ে দিয়েছে। এই জল মূলত সেচ এবং মানব ব্যবহারের জন্য উত্তোলন করা হয়।

ভূগর্ভস্থ জল মাটির ছিদ্র এবং শিলার ফাটলে জমা থাকা পানি। এটি বৃষ্টিপাত থেকে উৎপন্ন হয়ে ভূগর্ভস্থ জলাধারে জমা হয়। এই জলাধারগুলি মানুষের পানীয় জল, কৃষি সেচ এবং শিল্পকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  তবে ভূগর্ভস্থ জলের পরিমাণ এবং মান ভূপ্রাকৃতিক গঠন ও মানব কার্যক্রমের ওপর নির্ভর করে।  

কেন গুরুত্বপূর্ণ?  
যদিও এই পরিবর্তন মানুষ দৈনন্দিন জীবনে সরাসরি টের পায় না, কিন্তু ভূতাত্ত্বিক সময়ের দিক থেকে এটি পরিবেশের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। জলের পুনর্বণ্টন বিভিন্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন ঘটায় এবং পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়ায় প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, যা আমাদের ক্ষতিকর সৌর বিকিরণ থেকে রক্ষা করে।  এই গবেষণা মূলত পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়, যাতে ভবিষ্যতে পৃথিবীর ভারসাম্য ও প্রাকৃতিক প্রক্রিয়া বজায় রাখা সম্ভব হয়।  

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button