মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা পরিদর্শনে কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নৌবাহিনীর জাহাজগুলোকে দ্রুত পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি নতুন একটি রণতরির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এ সময় তার মেয়ে জো আয়ে সঙ্গে ছিলেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে।
চলতি সপ্তাহে পিয়ংইয়ং প্রথমবারের মতো চো হিয়ন নামের পাঁচ হাজার টন সক্ষমতার ডেস্ট্রয়ার-ক্লাস রণতরি উন্মোচন করে। এটি স্বল্পপাল্লার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
কেসিএনএ জানিয়েছে, দুই দিনব্যাপী অস্ত্র পরীক্ষার পর্যবেক্ষণের প্রথম দিন গত সোমবার সশরীরে উপস্থিত ছিলেন কিম ও তাঁর মেয়ে।
পরে তিনি নৌবাহিনীর জাহাজকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার বিষয়ে কাজের নির্দেশ দেন।
এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, ওই নৌযানটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্রে সজ্জিত’ করা হচ্ছে এবং এটি ‘আগামী বছরের শুরুতে অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারে’।
বিশেষজ্ঞদের মতে, রণতরির আকার বিচারে এতে জাহাজ থেকে ভূপৃষ্ঠে এবং জাহাজ থেকে আকাশে—উভয় ধরনের ক্ষেপণাস্ত্র থাকতে পারে। অর্থাৎ আকাশ হামলা প্রতিহত করার পাশাপাশি স্থল হামলা বা অন্য জাহাজের বিরুদ্ধে হামলা চালাতে পারবে এটি।