বাণিজ্য যুদ্ধ প্রশমনে ১১৫ শতাংশ শুল্ক কমিয়ে আনার চুক্তি চীন ও যুক্তরাষ্ট্রের

এই পদক্ষেপ ভবিষ্যতে আরো স্থিতিশীল আলোচনার ভিত্তি গঠনে সহায়তা করবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ স্বস্তিদায়ক হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক শুল্ক ১১৫ শতাংশ কমাতে একমত হয়েছে। এতে বিশ্ব অর্থনীতিকে বিঘ্নিত করা দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধের উত্তাপ কিছুটা প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১২ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সোমবার ঘোষণা করেছে যে তারা পারস্পরিক শুল্ক হ্রাসের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবে জেনেভায় চীনা প্রতিনিধিদের সাথে বৈঠকের পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সাংবাদিকদের জানান, উভয় দেশ পরবর্তী ৯০ দিনের জন্য নতুন কোনো বাণিজ্য পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে পারস্পরিক শুল্ক ১১৫ শতাংশ হ্রাস পাবে।
সূত্রটি আরো জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে দুই অর্থনৈতিক পরাশক্তি তাদের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো। দীর্ঘদিনের শুল্ক আরোপ ও পাল্টা জবাব বিশ্বব্যাপী আর্থিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছিল এবং ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করেছিল।
উল্লেখ্য, এই পদক্ষেপ ভবিষ্যতে আরো স্থিতিশীল আলোচনার ভিত্তি গঠনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশও স্বস্তিদায়ক হতে পারে।