৩১ মে পর্যন্ত রাতের আকাশে যেসব গ্রহ ও মহাজাগতিক দৃশ্য দেখা যাবে

জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সন্ধ্যার পর আকাশ বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু তা–ই নয়, মধ্যরাতের আকাশ এখন বেশ রঙিন দেখা যায়। তাই খালি চোখে বা ছোট টেলিস্কোপ ও বাইনোকুলারের সাহায্যে সহজেই বিভিন্ন মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা। ৩১ মে পর্যন্ত দেশের আকাশে যেসব চমক দেখা যাবে, সেগুলো জেনে নেওয়া যাক।
১৬ মে
শুক্র গ্রহ এদিন পশ্চিমের ভোরের আকাশে দেখা যাবে। মধ্যরাত থেকে ভোরের আকাশে দৃশ্যমান থাকবে শুক্র গ্রহ।
১৭ মে
বৃহস্পতি গ্রহ সৌর সংযোগস্থলে সূর্যের পেছনে চলে যাবে। পশ্চিম দিগন্তে সন্ধ্যার আকাশে দেখা যাবে বৃহস্পতি গ্রহ।
১৮ মে
মঙ্গল গ্রহ সন্ধ্যার পরপরই দেখা যাবে। পশ্চিম দিগন্তের ৬৩ ডিগ্রিতে অবস্থান করায় বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে মঙ্গল গ্রহ। দিগন্তের দিকে রাত ১১টা ৫৪ মিনিটে অস্ত যাবে মঙ্গল গ্রহ। ইউরেনাস এদিন সৌরজগতের পৃথিবী থেকে দূরবর্তী প্রান্তে অবস্থান করবে।
১৯ মে
রাত ৯টা ১৩ মিনিট থেকে আকাশে এম৭ তারামণ্ডল দেখা যাবে। সন্ধ্যার আকাশে এনজিসি৫১২৮, এম৮৩, এম৯৪ দেখা যাবে।
২০ মে
সন্ধ্যার পর আকাশে গ্লোবুলার ক্লাস্টার এম২২, এম৪, এম১২, এম১৫ দেখা যাবে।
২১ মে
সন্ধ্যার পর থেকে মধ্যরাতে আকাশে এম৮৩, এম১০১ দেখা যাবে।
২২ মে
সন্ধ্যার আকাশে মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ স্পষ্টভাবে দেখা যাবে।
২৩ মে
এদিন মধ্যরাতে আকাশে চাঁদ ও শনি গ্রহ প্রায় কাছাকাছি অবস্থান করবে।
২৪ মে
এদিন চাঁদ ও মঙ্গল গ্রহ সবচেয়ে কাছে অবস্থান করবে।
২৫ মে
রাত ১টা ৫২ মিনিটে আকাশে নেপচুন গ্রহ দেখা যাবে।
২৬ মে
পেরিজি অবস্থানে থাকবে চাঁদ। এদিন চাঁদ তুলনামূলক বড় দেখাবে।
২৭ মে
রাত ৮টার পর এম৭ ও এম৬ ওপেন ক্লাস্টার তারকামণ্ডল দেখা যাবে।
২৮ মে
তারকামণ্ডল এম৪ সন্ধ্যার আকাশে ভালোভাবে দেখা যাবে।
২৯ মে
শনি গ্রহ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেখা যাবে।
৩০ মে
নেপচুন গ্রহ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেখা যাবে।
৩১ মে
সূর্যের চারপাশে বুধ গ্রহ ৮৮ দিনের নিজের কক্ষপথ একবার আবর্তন করে। আর তাই এদিন সূর্যের সবচেয়ে কাছের বিন্দু পেরিহেলিয়নে অবস্থান করবে বুধ গ্রহ।
সূত্র: বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন, অ্যাস্ট্রোনমি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, ইন দ্য স্কাই ও স্কাই ম্যাপস