৮কে ভিডিও করা যাবে এমন আইফোন ১৭ মডেলের তথ্য ফাঁস, দাম কি বাড়বে

সেপ্টেম্বর মাস এলেই সারা পৃথিবীর মানুষেরা নতুন আইফোন মডেলের দিকে নজর রাখেন। অ্যাপলের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই চলে জল্পনা–কল্পনা। অনেক ওয়েবসাইট বিভিন্ন তথ্য লুকিয়ে প্রকাশ করতে চেষ্টা করে এই সময়ে। অ্যাপল এ বছরের শেষের দিকে আইফোন ১৭ মডেলের ফোন উৎপাদন করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। জিএফ সিকিউরিটিজ বিশ্লেষক জেফ পু এ বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছেন। অ্যাপল ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ৯ কোটি ইউনিট আইফোন ১৭ উৎপাদন করতে পারে। সাম্প্রতিক সময়ে আইফোন ১৭ মডেলের কিছু তথ্য ফাঁস হয়েছে বলে আলোচনা তৈরি হয়েছে। আইফোন ১৭ মডেলের ফোনের ডিসপ্লে আরও বড় হবে বলে আশা করা হচ্ছে।
আইফোন ১৭ প্রো মডেলের তথ্য ফাঁস হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ও ওয়েবসাইট থেকে দাবি করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছে, নতুন আইফোনের মডেলে বিভিন্ন প্রযুক্তি ও ফিচার উন্নত করা হবে। ৮কে ভিডিও রেকর্ডিং, উজ্জ্বল কমলা রং, অ্যাপল এ১৯ প্রো চিপসেটসহ বিভিন্ন তথ্য জানা গেছে। আইফোন ১৭ সিরিজের বিভিন্ন মডেল ৮ সেপ্টেম্বর বা ১০ সেপ্টেম্বর অ্যাপল প্রকাশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন সিরিজে আরও কর্মক্ষমতা, উন্নত ক্যামেরার অভিজ্ঞতা, উন্নত ব্যাটারি লাইফ ও এআইসংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্যের নতুন প্রসেসর থাকতে পারে।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ডিজাইনের ক্ষেত্রে আইফোন ১৭ প্রো মডেলে জনপ্রিয় ডায়নামিক আইল্যান্ড স্টাইল থাকবে। আইফোন ১৪ প্রোতে এই ডিজাইন দেখা যায়। ডিসপ্লের মধ্যে সামনের দিকে মুখ করা ক্যামেরাটি থাকবে। এ ছাড়া আইফোন ১৬ প্রোর কিছু বিশেষ বৈশিষ্ট্য যেমন ক্যামেরা কন্ট্রোল কি ও অ্যাকশন বোতাম আইফোন ১৭ প্রোতে স্থান পাবে। মোবাইলের ওজন ও খরচ নিয়ন্ত্রণে রাখতে অ্যাপল টাইটানিয়াম ফ্রেমটি হালকা অ্যালুমিনিয়াম অ্যালয়ের মাধ্যমে প্রতিস্থাপন করবে বলে গুজব রয়েছে।
কালো, গাঢ় নীল রংসহ একটি আকর্ষণীয় উজ্জ্বল কমলা রঙের মডেল লাইনআপে যোগ দেবে বলে রটনা রয়েছে। ৬.৯ ইঞ্চির এক্সডিআর ওএলইডি পর্দা থাকতে পারে। আইফোন ১৭ প্রো মডেলের ক্যামেরায় বেশ পরিবর্তন দেখা যাবে। যন্ত্রে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে গুজব রয়েছে। তিনটি লেন্সে ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। এর মধ্যে রয়েছে ৪৮ এমপি প্রাইমারি ওয়াইড লেন্স। এই লেন্স ৮কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। যা আইফোন ১৬ প্রোর ৪কে ভিডিও করার ক্ষমতা ছাপিয়ে যাবে। আরও থাকতে পারে ৪৮ এমপি আলট্রাওয়াইড লেন্স। এ ছাড়া ৪৮ এমপি পেরিস্কোপ টেলিফটো লেন্স উন্নত জুম ক্ষমতার মাধ্যমে ছবি তোলার সুযোগ দিতে পারে। সামনের দিকের ক্যামেরায় উল্লেখযোগ্যভাবে আপগ্রেড দেখা যাবে। মনে করা হচ্ছে, ২৪ এমপি সেন্সর থাকবে এই ক্যামেরায়।
আইফোন ১৭ প্রো মডেলের পারফরম্যান্স বাড়বে বলে মনে করা হচ্ছে। আইফোন ১৭ প্রো মডেলের ফোনে অ্যাপল এ১৯ প্রো চিপসেট ব্যবহার করা হতে পারে। এই শক্তিশালী নতুন প্রসেসরটি ১২ জিবি র্যামের সঙ্গে যুক্ত থাকবে। মাল্টিটাস্কিং ও গেম খেলার সুযোগ বাড়বে। ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়ে শুরু হবে বিভিন্ন মডেল। ফাঁস হওয়া তথ্য বলছে, আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। একটি শক্তিশালী ৫৫০০ এমএএইচ ইউনিটের ব্যাটারি ফোনে যুক্ত হতে পারে। ব্যাটারি ১৫ ওয়াট কিউই২ ওয়্যারলেস চার্জিং ও ২৫ ওয়াট ম্যাগসেফের মাধ্যমে চার্জ করা যাবে। নতুন আপগ্রেডের কারণে আইফোন ১৭ প্রো মডেলের দাম বাড়বে। প্রারম্ভিক মূল্য প্রায় ১ হাজার ১৯৯ ডলার হতে পারে।