ইউক্রেন যুদ্ধ সমাধান হলে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করব: হিলারি ক্লিনটন

মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, যদি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারেন এবং এর ফলে ইউক্রেনের কোনো ভূখণ্ড রাশিয়ার হাতে চলে না যায়, তবে তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন।
শুক্রবার এক পডকাস্ট অনুষ্ঠানে হিলারি বলেন, “সত্যি বলতে, যদি তিনি এই ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে পারেন, যেখানে পুতিন একজন আগ্রাসী হিসেবে প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে এবং সীমান্ত পরিবর্তনের চেষ্টা করছে, তবে সেটা হবে ঐতিহাসিক। কিন্তু সমাধানটি এমন হতে হবে যাতে ইউক্রেনকে নিজের ভূখণ্ড ছাড়তে না হয় বা পুতিনের বৃহত্তর রাশিয়ার স্বপ্নকে বৈধতা দিতে না হয়। বরং যদি ইউক্রেন দৃঢ়ভাবে পুতিনের মোকাবিলা করতে পারে এবং ট্রাম্প সেটি সম্ভব করে তোলেন, তবে সেটাই হবে এক বড় সুযোগ।”
আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের প্রেক্ষাপটে দেওয়া এ মন্তব্যে হিলারি আরও বলেন, একটি শান্তিচুক্তির শর্তে অবশ্যই থাকতে হবে যুদ্ধবিরতি, কোনো ভূখণ্ড বিনিময় না হওয়া এবং সময়ের সঙ্গে সঙ্গে পুতিনকে দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন, “যদি এটা সম্ভব হয় এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই সমাধানের মূল স্থপতি হন, তবে আমি তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করব। কারণ আমার লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সহায়তায় পুতিনকে শক্তি দেখানোর সুযোগ না দেওয়া। এটি এক ভয়ঙ্কর নজির তৈরি করবে।”
হিলারি যোগ করেন, “আমি হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু নানা কারণে, এমনকি নোবেল শান্তি পুরস্কারের আকাঙ্ক্ষা থেকেও প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের গণতন্ত্র, সেখানকার সাহসী মানুষের পক্ষেই শুধু নয়, বরং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের পক্ষেও পুতিনের মোকাবিলা করতে পারেন।”
ক্লিনটনের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “তার এমন কথা বলা খুবই সুন্দর হয়েছে। হয়তো আমাকে আবার তাকে পছন্দ করা শুরু করতে হবে।”