বিদেশী মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে ২১ শতাংশ

গত চার বছর ধরে আফগানিস্তানের ব্যাংকিং খাতে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। যদি বিশ্বের অন্যান্য ব্যাংকের সাথে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক বৃদ্ধি করতে পারে তাহলে এসব সমস্যা দূর হতে পারে।
গত চার বছরে বিদেশী মুদ্রার বিপরীতে আফগান মুদ্রার মান ২১ শতাংশ বেড়েছে। বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আফগান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমার লক্ষ্য হলো মুদ্রার মান এমনভাবে ধরা রাখা, যেন ভবিষ্যতে এটি খুব বেশি ওঠানামা না করে। এছাড়া ব্যাংকিং খাতকে প্রসারিত করা ও অর্থনৈতিক সহায়তা বাড়ানোও আমাদের বিশেষ লক্ষ্য।
তিনি আরো বলেন, ‘গত বছর বিদেশী মুদ্রার বিপরীতে আফগানির মান ০ দশমিক ৭৯ শতাংশ ইতিবাচক ছিল। এটি আমাদের মুদ্রা স্থিতিশীল থাকাকে নির্দেশ করে।’
তিনি জানান, বিশ্বের ২০০টি ব্যাংকের সাথে এ মুহূর্তে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক লেনদেন করছে। আমরা এ সংখ্যা আরো অনেক বাড়াতে চাই। যেন ব্যবসায়ীরা আন্তর্জাতিক মণ্ডলে তাদের ব্যবসার পরিধি বিস্তৃত করতে পারেন।
কয়েকজন অর্থনীতি বিশেষজ্ঞ জানিয়েছেন, গত চার বছর ধরে আফগানিস্তানের ব্যাংকিং খাতে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। যদি বিশ্বের অন্যান্য ব্যাংকের সাথে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক বৃদ্ধি করতে পারে তাহলে এসব সমস্যা দূর হতে পারে।
এছাড়া দেশটির বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকরা সবসময় সেবা পান না বলে অভিযোগ করেছেন অনেকে।