আবারও ভাসবে টাইটানিক!
১৯১২ সালের ১৪ এপ্রিল আটলান্টিক মহাসাগরে একটি বড় আকারের হিমশৈলের সঙ্গে ধাক্কা খায় বিলাসবহুল জাহাজ টাইটানিক। যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা জাহাজটির প্রথম যাত্রা ছিল এটি। ২ ঘণ্টা ৪০ মিনিট পর পুরোপুরি ডুবে যায় টাইটানিক। জাহাজে ২ হাজার ২২৪ আরোহীর মধ্যে দেড় হাজারই মারা যান। টাইটানিকের এই করুণ পরিণতি নিয়ে কালে কালে অনেক সিনেমা-নাটক হয়েছে।
এবার আবারও পানিতে ভাসার প্রস্তুতি নিচ্ছে টাইটানিক! তবে আটলান্টিকে ডুবে যাওয়া সেই জাহাজটি নয়, এটি হবে দ্বিতীয় টাইটানিক। দেখতে অবিকল সেই প্রথমটির মতো হবে। অস্ট্রেলিয়ার ধনকুবের ক্লাইভ পালমার এই টাইটানিক নির্মাণের পরিকল্পনা করেছেন। ২০১২ সালে প্রথম টাইটানিক-২ নির্মাণের পরিকল্পনা হতে নেন পালমার।
পরে ২০১৮ সালে আবার তিনি এ পরিকল্পনা এগিয়ে নেওয়ার কথা বলেন। ছয় বছর পর গতকাল বুধবার অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউসে সংবাদ সম্মেলনে তিনি এ প্রকল্পের কাজ শুরুর কথা জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পালমার বলেন, ঘরে বসে থাকা আর বসে বসে টাকা গোনার চেয়ে টাইটানিক নির্মাণ করা অনেক ভালো। বলা বাহুল্য, পালমারের বার্ষিক আয় ৫০ কোটি ডলারেরও বেশি।