USA

টুকরো টুকরো হয়ে গেল চলন্ত বিমানের ইঞ্জিন!

বিমান উড়তে শুরু করার পরেই বিপত্তি। টুকরো টুকরো হয়ে গেল বিমানের ইঞ্জিনের একাংশ! আমেরিকায় সাউথওয়েস্ট এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-এ ঘটনাটি ঘটেছে। যদিও সেই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরেই চালক জরুরি ভিত্তিতে বিমানটির অবতরণ করান। পুরো ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল রবিবার সকালে আমেরিকার ডেনভার থেকে হিউস্টনের উদ্দেশে রওনা দেয় বোয়িং ৭৩৭ বিমানটি। বিমান রানওয়ে দিয়ে ছুটে যাওয়ার সময় বেশ কয়েকজন যাত্রী এবং বিমানকর্মী দেখেন বিমানটির ইঞ্জিনের বাইরের অংশ ছিঁড়ে গিয়েছে। বিমানকর্মীরা বিমানের চালককে বিষয়টি জানান। উড়তে শুরু করার ২৫ মিনিটের মধ্যেই আবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান চালক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। বিমান রানওয়ে দিয়ে যাওয়ার সময় একটি ঝাঁকুনি অনুভব করেন তারা। এর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। দ্রুত পদক্ষেপ করে সকলকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিমানের চালককে ধন্যবাদ দিয়েছেন অনেকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button