International
ফ্রান্সে হলিডে হোমে অগ্নিকাণ্ড, ১১ জনের মৃত্যু
ইউরোপের দেশ ফ্রান্সে একটি হলিডে হোমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় ওই ভবন থেকে আরও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দেশটির পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জরুরি পরিষেবাগুলোকে খবর দেওয়া হয়। পরে প্রায় ৮০ জন অগ্নিনির্বাপক গিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। তবে ঠিক কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই ঘটনায় ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন এবং ‘বিপর্যয়’ মোকাবিলায় এগিয়ে যাওয়ার জন্য জরুরি পরিষেবাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।