Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bangladesh

রাজনীতিতে নয়, জাতি গঠনে হোক প্রতিযোগিতা: তারেক রহমান

‘বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ আছে। তারা তাদের আদর্শের কথা বলবেন। কিন্তু আমরা ঝগড়া ফ্যাসাদ থেকে সরে এসে মেধার ভিত্তিতে এ জাতি তথা এ দেশকে গড়তে চাই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ আছে। তারা তাদের আদর্শের কথা বলবেন। কিন্তু আমরা ঝগড়া ফ্যাসাদ থেকে সরে এসে মেধার ভিত্তিতে এ জাতি তথা এ দেশকে গড়তে চাই।’

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা আওয়ামী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পঙ্গুত্ব বরণকারী মোতালেব আকনের সাথে পিরোজপুর সদরের টোনা গ্রামে তার বাড়ীতে আয়োজিত লন্ডন থেকে ভার্চুয়ালি সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন।

বিএনপির মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’ এর কেন্দ্রীয় আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়ালি ওই সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘এদেশের তরুণ ও নারী সমাজ যাতে উপার্জনক্ষম হয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে সেই লক্ষে আমাদের দল বিএনপি কাজ করবে।’

‎তিনি বলেন, ‘অনেক আন্দোলন হয়েছে, আমরা আমাদের মৌলিক অধিকার আদায়ে অনেক সংগ্রাম করেছি। সেই সংগ্রামে আমাদেরকে অনেক রক্ত ও প্রাণ দিতে হয়েছে। আমরা আর প্রাণ দিতে চাই না আমরা আর রক্ত ঝরাতে চাই না। এখন আমরা আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে যাতে একটু একটু করে তার সমাধান করতে পারি আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর এটিই হবে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি।’

ওই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল থেকে শুরু করে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে চরিত্র গঠন করতে হবে।’

তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ‘একটি দল আমাদেরকে নানাভাবে সমালোচনা করছে। কিন্তু দেশ নায়ক তারেক রহমান কোনো দলের বা ব্যক্তির সমালোচনা করেন না।‘

দেশের চিকিৎসা ব্যবস্থার উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের ৪০ শতাংশ রোগী সরকারি হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হবে না।’

‎ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সেলিম, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান প্রমুখ।

‎প্রসঙ্গত, ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার পিরোজপুর জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ নেতা পঙ্গু মোতালেব আকন দীর্ঘদিন ধরে তারেক রহমানের সাথে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচারিত হলে তা তারেক রহমানের দৃষ্টি গোচর হয়। তখন তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনকে মোতালেব আকনের সাথে যোগাযোগ করে ওই অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করতে বলেন।

অনুষ্ঠানে উপস্থিত রিজভী আহমেদ মোতালেব আকনের হাতে তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button