Science & Tech

চাঁদের সৃষ্টি কি পৃথিবীর হাত ধরে? নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য

চাঁদের উৎপত্তি এবং পৃথিবীর পানির উৎস নিয়ে নতুন এক গবেষণায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। জার্মানির গটিঙ্গেন বিশ্ববিদ্যালয় এবং ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সোলার সিস্টেম রিসার্চের (MPS) বিজ্ঞানীরা এ গবেষণা পরিচালনা করেন। তাদের গবেষণায় প্রমাণ মিলেছে, চাঁদ মূলত পৃথিবীর ভূত্বকের উপাদান থেকেই তৈরি হয়েছিল।  

গবেষণাটি প্রকাশিত হয়েছে Proceedings of the National Academy of Sciences-এ। এতে চাঁদের ১৪টি নমুনা এবং পৃথিবীর ১৯১টি নমুনার অক্সিজেন আইসোটোপ বিশ্লেষণ করা হয়। লেজার ফ্লুরিনেশন পদ্ধতিতে পাওয়া তথ্য অনুযায়ী, চাঁদ এবং পৃথিবীর অক্সিজেন-১৭ আইসোটোপের মধ্যে অত্যন্ত মিল রয়েছে।  

গবেষণাটি চাঁদের উৎপত্তি নিয়ে বহুল প্রচলিত থিয়া তত্ত্বকে চ্যালেঞ্জ করেছে। আগে ধারণা করা হতো, থিয়া নামের একটি প্রোটোপ্ল্যানেট পৃথিবীর সঙ্গে সংঘর্ষে চাঁদের জন্ম দেয়। কিন্তু নতুন গবেষণার মতে, থিয়ার ভূত্বক সম্ভবত আগেই ধ্বংস হয়ে যায়। সংঘর্ষটি একটি ‘ধাতব বুলেট’ আকারে হয়েছিল, যা পৃথিবীর ভূত্বক থেকে ছিটকে পড়া উপাদানে চাঁদ গঠিত হয়।

গবেষণায় উঠে আসা তথ্য পৃথিবীর পানির উৎস নিয়েও নতুন আলোচনার জন্ম দিয়েছে। এতদিন ধরে বিশ্বাস করা হতো, Late Veneer Event তত্ত্ব অনুযায়ী, চাঁদের সৃষ্টির পর পৃথিবীতে ধূমকেতু বা গ্রহাণুর আঘাতে পানি আসে। কিন্তু গবেষণার সহলেখক মাইকে ফিশার বলেছেন, চাঁদ এবং পৃথিবীর আইসোটোপিক সাদৃশ্য অনেক ধরণের উল্কাপিণ্ডকে পানির উৎস হিসেবে বাতিল করে।

গবেষণার ফলাফলে উঠে এসেছে, এনস্টাটাইট কনড্রাইটস নামে পরিচিত এক ধরণের উল্কাপিণ্ড, যেগুলোর আইসোটোপ পৃথিবীর সঙ্গে মিলে যায় এবং যথেষ্ট পানি বহন করে, সম্ভবত সেগুলোই পৃথিবীর পানির মূল উৎস।  

গবেষণার এই তথ্য চাঁদ এবং পৃথিবীর ইতিহাস নিয়ে প্রচলিত ধারণাগুলোকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ দিচ্ছে। এটি চাঁদ ও পৃথিবীর গভীর সংযোগ এবং গ্রহীয় বিবর্তনের জটিলতাকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button