Bangladesh

বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি : মার্কিন রাষ্ট্রদূত

 বাংলাদেশের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

রোববার (০৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

নির্বাচন নিয়ে নির্ধারিতভাবে কী কথা হয়েছে? জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে নির্ধারিতভাবে কিছু হয়নি। শুধুই একটা স্ট্যাটমেন্ট, উনি যেটা বলেছেন যে আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়নি, তার পরেও আমরা চাই আমাদের সম্পর্ক যেন এগিয়ে যায়।’

এখন তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কের টানাপোড়েন নেই, এটাই কী বুঝাতে চাচ্ছেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি যদি আমার মন্ত্রণালয়ের প্রেক্ষাপটে বলি, না— আমাদের কোনোকিছু নেই। বরং এটাকে আরও কীভাবে সুদৃঢ় করব, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’

তার বক্তব্যটি আপনি প্রত্যাখ্যান করেন কি না— এ প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তাদের জানিয়েছি। সো উই ক্যান এগ্রি টু ডিজ এগ্রি। সেটা অনেক সময় হতে পারে, অনেক বিষয়ে। তবে সেটা এমন কিছু না যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কোনোভাবে বাধাগ্রস্ত করবে বা কোনোভাবে এটাকে দুর্বল করবে।’

তিনি বলেন, ‘আমি যেটা বুঝেছি সেটা হলো তারা এখন ভবিষ্যতের দিকে তাকাতে চায়। আমাদের যে পারস্পরিক সম্পর্ক আছে, এটাকে আরো কীভাবে ঘনিষ্ঠ করা যায়, আমরা এটাকে কীভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং তারা মনে করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ— এ দুটো শুধু বাংলাদেশের ইস্যু নয় না, এটার গুরুত্ব সারা বিশ্বব্যাপী। সুতরাং তাদের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, সেখানে আমরা এই দুটো ইস্যুকে কেন্দ্র করে আরো কীভাবে গভীর করতে পারি, মূলত এটাই আলোচনা হয়েছে।’

Show More

8 Comments

  1. You’re so interesting! I don’t suppose I have read through a single thing like this before.
    So good to discover someone with original thoughts on this subject matter.
    Seriously.. thank you for starting this up. This web site is something that
    is required on the internet, someone with a little originality!

    Have a look at my website: nordvpn special coupon code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button