ব্যান্ডউইডথ সঞ্চালনে মূল্যছাড়ের ঘোষণা দিল আরও একটি কোম্পানি

ব্যান্ডউইডথ সঞ্চালন–সেবায় দাম কমানোর ঘোষণা দিয়েছে বেসরকারি খাতের নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর বাহন লিমিটেড। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের আহ্বানে সাড়া দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহনের পক্ষ থেকে বলা হয়, দেশীয় ট্রান্সমিশন–সেবায় কমপক্ষে ১০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস করা হয়েছে। ট্রান্সমিশন নেটওয়ার্কের পরিধি ভেদে কোনো কোনো স্থানে ১০ শতাংশেরও বেশি মূল্যহ্রাস করা হবে।
এ বিষয়ে বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুৎ বলেন, সরকার জনগণকে সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন ইন্টারনেট–সেবা দিতে চায়। এর ফলে ভোক্তাপর্যায়ে ইন্টারনেটের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে।
মূল্যহ্রাসের পাশাপাশি এনটিটিএন–সেবায় ‘ফ্লোর প্রাইস’ উঠিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে বাহন। এ বিষয়ে রাশেদ আমিন বলেন, ইন্টারনেটকে ব্যবহারকারীদের কাছে আরও সুলভ করতে ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া উচিত। ফ্লোর প্রাইস তুলে ফেলতে বাহন আগেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠিও দিয়েছে। বাহন মনে করে, ফ্লোর প্রাইস তুলে দিলে অনেক জায়গায় এনটিটিএনের ট্রান্সমিশন ব্যয় ১০ শতাংশের বেশি কমানো সম্ভব।
ব্যান্ডউইডথের দাম কমানোর প্রথম ঘোষণা আসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেব্ল পিএলসির (বিএসসিপিএলসি) কাছ থেকে। তারা গত ২২ মার্চ তাদের সব ধরনের সেবার ক্ষেত্রে ১০ শতাংশ দাম কমবে বলে ঘোষণা দেয়। দেশের প্রায় অর্ধেক ব্যান্ডউইডথ আসে এই কোম্পানির মাধ্যমে।
সাবমেরিন কেব্ল কোম্পানির পর ইন্টারনেট–সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমও দাম কমানোর কথা জানায়। তারা ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেব্ল (আইটিসি) পর্যায়ে ১০ শতাংশ, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ১০ শতাংশ ও নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) পর্যায়ে ১৫ শতাংশ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ ২২ এপ্রিল ইন্টারনেট–সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনসও নিজেদের সেবার দাম কমানোর কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তারা বলেছে, সরকারি উদ্যোগকে সমর্থন করতে এবং ইন্টারনেট–সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে (আইএসপি) সাশ্রয়ী দামে উন্নত মানের ইন্টারনেট দিতে ইন্টারনেটের দামে ১০ শতাংশ আর এনটিটিএনের দামে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।