যুক্তরাষ্ট্রের ইচ্ছামত সেমিকন্ডাক্টর শিল্পের নিয়ম পরিবর্তন করা ঠিক নয়
যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছা মতো বাণিজ্যিক নিয়ম সংশোধন করে, তা বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পে ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সোমবার বেইজিংয়ে এই মন্তব্য করেছেন।
২০২৩ সালের ১৭ অক্টোবর জারি করা মার্কিন সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ন্ত্রণ বিধি সংশোধন করার জন্য মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণার প্রতিক্রিয়ায়, চীনা মুখপাত্র এসব কথা বলেছেন।
তিনি বলেন যে, চীন লক্ষ্য করেছে যুক্তরাষ্ট্র তার সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা সংশোধন করেছে। যুক্তরাষ্ট্র সর্বশেষ ব্যবস্থা চালু করার পর থেকে মাত্র অর্ধ বছরেরও কম সময়ের পর আবার তা সংশোধন করেছে। মার্কিন কোম্পানিসহ সারা বিশ্বের কোম্পানিগুলো একটি স্থিতিশীল এবং অনুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ আশা করে।
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা ধারণার সাধারণীকরণ করেছে, যথেচ্ছভাবে পরিবর্তিত নিয়ম, এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করেছে। এটি কেবলমাত্র চীনা এবং মার্কিন কোম্পানিগুলোর জন্যই স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা চালাতে আরও বাধা সৃষ্টি করেনি, বরং তা বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পের ক্ষতি করে। এটি চীনা এবং বিদেশী উদ্যোগের মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতাকে গুরুতরভাবে প্রভাবিত করে এবং তাদের বৈধ অধিকার ও স্বার্থের ক্ষতি করে। চীন এর দৃঢ় বিরোধিতা করে।
মুখপাত্র আরো বলেন, চীন বিভিন্ন পক্ষের সঙ্গে বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্প চেইন এবং সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা ত্বরান্বিত করতে ইচ্ছুক।